Election Live Update- বিকেল ৫ অবধি মোট ভোট পড়ল ৭৭.০৯ শতাংশ, কোভিডের পরিস্থিতির মাঝেই জনসভায় শাহ-মমতা

সংক্ষিপ্ত


২২ এপ্রিল বৃহস্পতিবার  রাজ্যে ষষ্ঠ দফায় ৪ জেলায় ৪৩ আসনে ভোট। নির্বাচন প্রক্রিয়া শুরু সকাল ৭ টা থেকে। কোভিড বিধি মেনেই চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এদিন একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণের দিন। যাতে কোনওভাবেই ফিরে না আসে আবারও কোনও হিংসার ঘটনা সেজন্য কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। ওদিকে একদিনে বাকি ভোট করার দাবি জানিয়েছিল তৃণমূল। বুধবার সেই দাবি খারিজ করল নির্বাচন কমিশন।

 

 

 

 
 

07:33 PM (IST) Apr 22

সন্ধে ৬.৩০ পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৭৯.১১ শতাংশ

সন্ধে ৬.৩০ পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৭৯.১১ শতাংশ। নদিয়াতে ভোট পড়েছে ৮২.৭০ শতাংশ, উত্তর ২৪ পরগণায় ভোট পড়েছে ৭৬.২৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৮২.১৩ শতাংশ এবং উত্তর দিনাজপুরে ভোট পড়েছে ৭৭.৯৯ শতাংশ। 

05:42 PM (IST) Apr 22

আজকে ৫ টা পর্যন্ত মোট ভোট পড়ল ৭৭.০৯ শতাংশ

আজকে ৫ টা পর্যন্ত  মোট ভোট পড়ল  ৭৭.০৯ শতাংশ

05:41 PM (IST) Apr 22

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ফের তৃণমূলের অভিযোগ

তৃণমূল অফিসে ঢুকে ভাঙচুর কেন্দ্রীয় বাহিনীর, তৃণমূলের অভিযোগ, উত্তর দমদমের ৫ নং ওয়ার্ডের পাইকপাড়া অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী ভাঙচুর চালায়

05:39 PM (IST) Apr 22

পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন মোদী

করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী, বাতিল করলেন বাংলায় নির্বাচনী প্রচার

05:38 PM (IST) Apr 22

নৈহাটিতে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজয়নগর এলাকার দেশবন্ধু হাই স্কুল ১৫০, ১৫১ নম্বর বুথে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

05:14 PM (IST) Apr 22

TMC-BJP সংঘর্ষ- কাঁচড়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে উত্তেজনা

TMC-BJP সংঘর্ষ- কাঁচড়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের লিচুবাগান এলাকায় উত্তেজনা

04:40 PM (IST) Apr 22

গুলি চলল বাগদার ৩৫ নম্বর বুথে

বাগদার ৩৫ নম্বর বুথে গুলি চালানোর অভিযোগ। ৩জনের গুলি লেগেছে বলে সূত্রের খবর। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গুলি চালানোর সাথে লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

04:37 PM (IST) Apr 22

বীজপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ

বীজপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা। বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের সামনেই বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের

03:48 PM (IST) Apr 22

বেলা ৩ টা পর্যন্ত ভোটের হার মোট ৭০.৪২ শতাংশ

বেলা ৩ টা পর্যন্ত ভোটের হার  মোট ৭০.৪২ শতাংশ

 


উত্তর দিনাজপুর- ৭১.৯৬ শতাংশ
নদীয়া- ৭৪.০১ শতাংশ
উত্তর ২৪ পরগনা_৬৫.০৮ শতাংশ
পূর্ব বর্ধমান- ৭৫.২০ শতাংশ

03:24 PM (IST) Apr 22

পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর ও বারাবনীর জনসভায় মমতা-দেখুন সরাসরি LIVE

03:22 PM (IST) Apr 22

হরিরামপুরে অমিত শাহ-দেখুন সরাসরি LIVE

02:49 PM (IST) Apr 22

টিটাগড়ের মিলনগড়ে দফায় দফায় বোমাবাজি

টিটাগড়ের মিলনগড়ে দফায় দফায় বোমাবাজি, এলাকায় বিক্ষোভ তুঙ্গে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

02:19 PM (IST) Apr 22

মালদার রতুয়া ও মালতিপুরের জনসভায় মমতা-দেখুন সরাসরি LIVE

01:55 PM (IST) Apr 22

বেলা দেড়টা পর্যন্ত ভোট দানের হার ৫৭.৩১ শতাংশ

বেলা দেড়টা পর্যন্ত রাজ্যে ভোট দানের হার ৫৭.৩১ শতাংশ। নদিয়াতে ভোট পড়েছে ৫৯.০২ শতাংশ, উত্তর ২৪ পরগণায় ৫১.৯০ শতাংশ ভোট, পূর্ব বর্ধমানে ৬২.৭২ শতাংশ ভোট, উত্তর দিনাজপুরে ৬০.৫৫ শতাংশ ভোট পড়েছে। 

01:53 PM (IST) Apr 22

মালদা জেলার হাবিবপুরের জনসভায় মমতা-দেখুন সরাসরি LIVE

01:47 PM (IST) Apr 22

বুথের বাইরে অবস্থানে জ্যোতিপ্রিয় মল্লিক

ভোট দিতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগে হাবড়ায় বুথের বাইরে অবস্থানে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। বাহিনীর সঙ্গে তুমুল বচসা প্রার্থীর। কমিশনে অভিযোগ জানিয়েছেন জ্যোতিপ্রিয়। হাবড়া নারায়ণপুর বিদ্যালয়ে ছড়াল উত্তেজনা

01:41 PM (IST) Apr 22

কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে বিজেপির বিক্ষোভ

কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে বিজেপির বিক্ষোভ, জয় শ্রী রাম ধ্বনি। বহিরাগতদের নিয়ে এলাকায় ঘুরছেন প্রার্থী, দাবি বিজেপির

01:33 PM (IST) Apr 22

লাভপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ

বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রচারে বেড়িয়ে আক্রান্ত প্রার্থী। তৃণমূল ভাঙচুর চালায় বলে অভিযোগ

12:52 PM (IST) Apr 22

চোপড়ায় বিজেপি কর্মীর বাড়ির উপর গুলি বর্ষণ কাণ্ডে রিপোর্ট চাইল কমিশন

চোপড়ায় বিজেপি কর্মীর বাড়ির উপর গুলি বর্ষণ কাণ্ডে রিপোর্ট চাইল কমিশন

12:51 PM (IST) Apr 22

ভোট কেন্দ্র পরিদর্শনে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী কৌশানী

সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে বেরোলেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল মনোনীত প্রার্থী কৌশানী মুখার্জী।

12:05 PM (IST) Apr 22

১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭ শতাংশ

১১টা পর্যন্ত ৪ জেলার ৪৫টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ৩৭.২৭%

উত্তর দিনাজপুর ৪০.৯৭%

উত্তর ২৪ পরগনা ৩২.৮৮%

নদিয়ায় ৩৮.১১%

পূর্ব বর্ধমান ৪১.০৪ %

11:16 AM (IST) Apr 22

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ছুরি

হালিশহরের কোনা কলোনি সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী মাধব দাসকে লক্ষ্য করে ছুরি চালানোর অভিযোগ। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

11:15 AM (IST) Apr 22

বারাকপুরের লিচুবাগানে বিজেপি তৃণমূল সংঘর্ষ

বারাকপুরের লিচুবাগানে বিজেপি তৃণমূল সংঘর্ষ

11:14 AM (IST) Apr 22

আমডাঙ্গায় তিনটে তাজা বোমা উদ্ধার, আতঙ্কিত ভোটাররা

আমডাঙ্গার রংমহল বুথের ২০০ মিটারের মধ্যে তিনটে তাজা বোমা উদ্ধার, আতঙ্কিত ভোটাররা

11:08 AM (IST) Apr 22

আমডাঙ্গায় আইএসএফ প্রার্থীকে ঘিরে উত্তেজনা

আমডাঙার খুরিগাছি ১০২, ১৩১ এবং ১৩২ নম্বর বুথে উত্তেজনা। আইএসএফ প্রার্থী জামালউদ্দিনের অভিযোগ ঘিরে তৃণমূলের বিক্ষোভ। স্থানীয় আইএসএফ কর্মী রবিউল মন্ডলের অভিযোগ, গ্রামবাসীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। তৃণমূলের অবশ্য় বক্তব্য, ভোটগ্রহণ পর্ব চলছে শান্তিপূর্ণভাবেই। এই এলাকায় দুটি বুথে দেড় হাজার ভোটার রয়েছে। এই পাঁচশো পরিবারের মধ্যে মাত্র দশটি পরিবার আইএসএফ সমর্থক, তারাই পরিবেশ উত্তপ্ত ও অশান্ত করতে চাইছে।

11:04 AM (IST) Apr 22

ব্যারাকপুরের লিচুবাগানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

ব্যারাকপুরের লিচুবাগানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, হাতাহাতিতে পা ভাঙল বিজেপি কর্মীর। জমায়েত এড়াতে লাঠিচার্জ পুলিশের ।

11:01 AM (IST) Apr 22

কোভিড ভ্য়াকসিন নিতেই অসুস্থ সাধন পাণ্ডে


কোভিড ভ্য়াকসিন নিতেই অসুস্থ মানিকতলার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে, হাসপাতাল থেকে ফিরছেন বাড়ি
 

10:40 AM (IST) Apr 22

গলসির সুজাপুরে বিক্ষোভ, এল পুলিশ বাহিনী.

গলসির সুজাপুরে বিক্ষোভ, গ্রামবাসীদের ভয় কাটাতে ভোট দিতে নিয়ে এল পুলিশ বাহিনী.

10:39 AM (IST) Apr 22

সকাল ৯ টা পর্যন্ত মোট ভোটদানের হার ১৭.১৯ শতাংশ

সকাল ৯ টা পর্যন্ত মোট ভোটদানের হার ১৭.১৯ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ১৪.৮২ শতাংশ, নদিয়ায় ১৮.২০ শতাংশ, উত্তর দিনাজপুরে ১৮.৮৪ শতাংশ ও পূর্ব বর্ধমানে সকাল ৯টা পর্যন্ত ১৮.৯৩ শতাংশ ভোট পড়েছে।

10:31 AM (IST) Apr 22

আমডাঙ্গায় ড্রোনের মাধ্য়মে নজরদারি

আমডাঙ্গা খুঁড়িগাছি ১৩১ ও ১৩২ নম্বর বুথ এলাকায়  ড্রোনের মাধ্যমে নজরদারি। নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। 

10:27 AM (IST) Apr 22

হালিশহরে বিজেপি নেতার বাড়িতে হামলা

10:10 AM (IST) Apr 22

জগদ্দল বিধানসভা বিজেপি পোলিং এজেন্টকে দেখানো হল বন্দুক-কাঠগড়ায় তৃণমূল

09:40 AM (IST) Apr 22

চাপড়ার এলেমনগরে এক সন্দেহভাজন গ্রেফতার

চাপড়ার এলেমনগরে এক সন্দেহভাজন গ্রেফতার। এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করার অভিযোগ তার বিরুদ্ধে। ওই ব্যক্তিকে প্রথমে আটক করে কেন্দ্রীয় বাহিনী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

09:38 AM (IST) Apr 22

ভোটের সকালেই হাবড়া উদ্ধার রক্তাক্ত মৃতদেহ

ভোটের সকালেই হাবড়া উদ্ধার রক্তাক্ত মৃতদেহ

09:37 AM (IST) Apr 22

স্বরূপনগরে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য

স্বরূপনগরে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য, বিজেপিকে ভোট দিলে প্রাণে না বাঁচার হুমকি

09:17 AM (IST) Apr 22

বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ। ব্যারাকপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ায় বিজেপির ক্যাম্পে হামলা। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের তির

09:16 AM (IST) Apr 22

প্রবল শ্বাসকষ্ট-মদন মিত্রকে বেসরকারি হাসপাতালে ভর্তি

ভোটের মাঝেই বাড়ল শ্বাসকষ্ট-মদন মিত্রকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

09:15 AM (IST) Apr 22

আমডাঙার বইচগাছিতে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে বাধা

আমডাঙার বইচগাছিতে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

09:08 AM (IST) Apr 22

কেতুগ্রামে বুথের কাছে বোমাবাজি

কেতুগ্রামে বুথের কাছে ব্যাপক বোমাবাজি। বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমা ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

08:30 AM (IST) Apr 22

ইভিএম বিভ্রাট নদিয়া চাপড়া বিধানসভায়

ইভিএম বিভ্রাট। নদিয়া চাপড়া বিধানসভার ইসলামগঞ্জ হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে ১৯৬ নম্বর বুথে ভোটের  সকালেই শুরু হয় ইভিএম বিভ্রাট।