ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আব্বাস সিদ্দিকির দল বাম-কংগ্রেসের কাছে ৬৫ থেকে ৭০ টি আসন দাবি করল। আগামী ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারীর মধ্যে এই বিষয়টি চূড়ান্ত করা কথা সিদ্দিকির তরফে বাম-কংগ্রেসকে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ এই বিষয়ে চূড়ান্ত সব কিছু হয়ে গেলে আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারী উভয় পক্ষ একত্রে এই জোটের বার্তা ঘোষণা করবে। যদিও এই বিষয়ে সিপিএম এবং কংগ্রেসের তরফে এখনও কিছু আব্বাস সিদ্দিকিকে জানানো হয়নি। ওদিকে দীনেশ ত্রিবেদীর ইস্যুতে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি পাঠাল তৃণমূল। চিঠিতে জানানো হয়েছে স্পিকার না সত্বেও কীভাবে দীনেশ ত্রিবেদী বলার সুযোগ পেলেন। এর পিছনে কোনও রাজনৈতিক চক্রান্ত আছে বলে অনুমান করছে ঘাসফুল শিবির।
05:40 PM (IST) Feb 15
এদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,' মৃত্যু সবসময় দুঃখ্যের। আমি সকালে সুজন চক্রব্রতীকে ফোন করেছিলাম। বলেছি, কীভাবে মারা গিয়েছে, সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে। ওরা পুলিশে কোনও অভিযোগ করেনি। দুই দিন আগে বাড়ির লোককেও জানানো হয়নি।আমি সুজন চক্রবর্তীকে বলেছি, পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমি একজন সদস্যকে চাকরি দিতে রাজি আছি। আর্থিক সাহায্য করতেও রাজি আছি।
04:20 PM (IST) Feb 15
DYFI কর্মীর মৃত্যুতে পুলিশকে তীব্র ধীক্কার জানাচ্ছে বামেরা। মর্গের সামনে বিক্ষোভ।
01:14 PM (IST) Feb 15
'পুলিশ দেহ লোপাটের চেষ্টা করেছে' এই অভিযোগে সকাল থেকেই মর্গের সামনে বাম যুব নেতা কর্মীদের ভীড়।
01:08 PM (IST) Feb 15
দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বাইরে চলাফেরা প্রায় বহু বছর হল ছেড়ে দিয়েছেন। এমন পরিস্তিতিতে ভোটের আগে তাঁকে ফিরে পেতে চায় দল। তাই ব্রিগেডে বুদ্ধদেবকে ভার্চুয়ালি রাখতে চাইছে দল ।
12:53 PM (IST) Feb 15
নবান্ন অভিযানে বাম যুবকর্মী মইদুলের ময়নাতদন্ত চলছে মেডিক্যাল কলেজে ।
12:03 PM (IST) Feb 15
মুর্শিদাবাদের কান্দিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
11:07 AM (IST) Feb 15
'এটা একটা খুন' নবান্ন অভিযানে গিয়ে বাম যুবকর্মীর মৃত্যুতে প্রতিক্রিয়া সুজনের
11:05 AM (IST) Feb 15
নবান্ন অভিযানে গিয়ে বাম যুবকর্মীর মৃত্যুতে সরকারের কাছে জবাব চাইলেন মান্নান
11:04 AM (IST) Feb 15
' পুলিশের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত' নবান্ন অভিযানে বাম যুবকর্মীর মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া শমিকের
09:53 AM (IST) Feb 15
নবান্ন অভিযানে গিয়ে 'পুলিসের মারে' আহত বাম যুব কর্মীর মৃত্যু
09:34 AM (IST) Feb 15
মঙ্গলকোটে হামলার মুখে পড়ে নাম না করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনলেন বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলি