Asianet News Bangla | Published : Feb 17, 2021 2:07 AM IST

Election Live Update- দোরগড়ায় একুশের নির্বাচন, বাংলার ভোট কর্মীদের টিকা দেওয়ার নির্দেশ কমিশনের

সংক্ষিপ্ত

দোরগড়ায় একুশের নির্বাচন। এবার কোভিড যোদ্ধার মর্যাদা পাবেন ভোটকর্মীরা। তাই বাংলার ভোটকর্মীদের টিকা দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, পোলিং অফিসদের নাম পেলেই টিকাকরণের ব্যবস্থা করা হবে। ভোটের সময় সময় রাজ্যে প্রায় সাড়ে চার লক্ষ সরকারি কর্মী ভোটের  কাজে যুক্ত হবেন।

03:06 PM (IST) Feb 17

সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ TMC বিধায়ক চিরঞ্জিতের

ভোটের দোরগড়ায় রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন এবার চিরঞ্জিত। দল থেকে সরে দাড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তবে রাজনীতি ছাড়লেও কোনও নির্দিষ্ট দলে যোগ দেবেন না বলেই জানিয়েছেন টলিউডের এই অভিনেতা। 

01:46 PM (IST) Feb 17

প্রসেজিতের BJP নেতার সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপি নেতা অনির্বান গঙ্গোপাধ্যায়। দুজনের মধ্য়ে বেশ কিছুক্ষণ কথা-বার্তা হয়। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে নিজের লেখা বই অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অব বিজেপি বইটি উপহার দেন তিনি। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার অবশ্য দাবি, বই দিতেই এদিন অভিনেতার বাড়িতে গিয়েছিলেন অনির্বান। আর তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

12:12 PM (IST) Feb 17

আজ যোধপুর পার্কে চা-চক্রে দিলীপ ঘোষ

12:08 PM (IST) Feb 17

বুধবারের পরিবর্তন যাত্রা সূচি প্রকাশ BJP-র

11:24 AM (IST) Feb 17

হুগলিতে মোদীর পাল্টা সভা মমতার

২২ ফেব্রুয়ারি  মোদীর সভা হতেই একদিনের ব্য়বধানে পাল্টা সভা মমতার

09:05 AM (IST) Feb 17

মইদুলের মৃত্যুর তদন্ত চেয়ে আদালতে CPM

মইদুলের মৃত্যুর তদন্ত চেয়ে আদালতে CPM। পাল্টা ২৫০ জনের বিরুদ্ধে মামলা পুলিশের। 

09:03 AM (IST) Feb 17

এক সপ্তাহে দিদির লক্ষ দূতের পাড়ি

এক সপ্তাহে দিদির লক্ষ দূতের পাড়ি। ২ লাখ দরখাস্ত জমা পড়ল সংশ্লিষ্ট বিভাগে

09:02 AM (IST) Feb 17

ভোটে দাঁড়াচ্ছে এবার সাধন কন্যা

ভোটে দাঁড়াচ্ছে এবার সাধন কন্যা। তবে মন্ত্রী সাধন পান্ডের দলীয় প্রতিকেই দাঁড়াবেন কিনা, তা ঘিরে জল্পনা