সোমবার হুগলিতে জনসভা মোদীর। আর তার আগেই বাংলাকে উন্নয়নের শিখরে পৌছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার হুগলির ডানলপ ময়দানে জনসভা করবেন মোদী। এরপর সরকারি অনুষ্ঠান থেকে রিমোটের মাধ্যমে দক্ষিণেশ্বর মেট্রো লাইনের উদ্বোধন করবেন তিনি। এরপর মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা। এদিকে আমন্ত্রন পত্র পেয়েও রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
05:32 PM (IST) Feb 22
নিমতিতা বিস্ফোরণে আহত রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন-কে দেখতে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, জাকির এখন ভালোই আছেন। তাঁর দুটি অস্ত্রোপচার হয়েছে। এসএসকেএম-এর ট্রমা সেন্টার-এর ভূয়সী প্রশংসা করেন তিনি।
05:32 PM (IST) Feb 22
নিমতিতা বিস্ফোরণে আহত রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন-কে দেখতে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, জাকির এখন ভালোই আছেন। তাঁর দুটি অস্ত্রোপচার হয়েছে। এসএসকেএম-এর ট্রমা সেন্টার-এর ভূয়সী প্রশংসা করেন তিনি।
04:58 PM (IST) Feb 22
দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নাম থাকলেও তিনি আসেননি। উপস্থিত ছিলেন, রাজ্যপাল জগদীপ ধনখর, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রমুখ।
04:33 PM (IST) Feb 22
'আর নয় অন্যায়-আমরা আসল পরিবর্তন চাই'- সভা থেকে বললেন মোদী
04:32 PM (IST) Feb 22
'ঘরে ঘরে পানীয় জল পৌছে দিতে ১৭শো কোটি বেশি দিয়েছি-এখন সকলের ঘরে পানীয় জলের লাইন পৌছয়নি এর মধ্যে ৬০৯ কোটি খরচ করেছে রাজ্য, বাকী টাকা গেল কোথায়'- সভামঞ্চ থেকে প্রশ্ন তুললেন মোদী
04:22 PM (IST) Feb 22
বিজেপি সরকারে নতুন বাংলা তৈরি হবে, সেখানে তোলাবাজি থাকবে না, স্বজন পোষণ থাকবে না-চূঁচূড়ার ডানলপ ময়দানে বললেন মোদী
04:19 PM (IST) Feb 22
বাংলার উন্নয়ন হয়নি তুষ্টিকরণের রাজদনীতির জন্যই। এই রাজনীতির জন্যই বাংলায় দুর্গাপূজা করতে গেলে বাধা আসে। তুষ্টিকরণ ভুলিয়ে দিচ্ছে নিজেদের সংস্কৃতিও - চুঁচুড়ার সভা থেকে অভিযোগ করলেন মোদী।
04:16 PM (IST) Feb 22
শালিমার-মহারাষ্ট্র কিষাণ রেল চালু হচ্ছে, এর ফলে বাংলার ছোট ছোট কৃষকরা লাভবান হবেন-চূঁচূড়ার ডানলপ ময়দানে বললেন মোদী
04:14 PM (IST) Feb 22
'বাংলা বিকাশ চায়-রেলও মেট্রোর একাধিক প্রকল্পের সূচনা হবে'-চূঁচূড়ার ডানলপ ময়দানে বললেন মোদী।
04:10 PM (IST) Feb 22
'পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ' হুগলির সভায় এসে বললেন মোদী
04:08 PM (IST) Feb 22
'বাবা তারকনাথ-জগন্নাথকে প্রণাম জানাই'- হুগলির সভায় এসে বললেন মোদী
04:05 PM (IST) Feb 22
04:00 PM (IST) Feb 22
ডানলপের জনসভায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উপস্থিত বিজেপির নেতৃবর্গ স্বাগত জানালেন তাঁকে।
03:37 PM (IST) Feb 22
চুঁচুড়ার উদ্দেশ্যে রওনা দিল প্রধানমন্ত্রীর চপার কনভয়। তার আগে কলকাতা বিমান বন্দরে বিজেপি নেতানেত্রীদের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী। রাজ্য নেতৃত্বের পাশাপাশি নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা হিরণ, অভিনেত্রী পাপিয়া অধিকারী, প্রাক্তন বিধায়ক তথা ক্রিকেট প্রশাসক প্রয়াত জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়া প্রমুখ।
03:33 PM (IST) Feb 22
দুপুর ৩.০৮ নাগাদ গুয়াহাটি থেকে বিমানে কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
02:46 PM (IST) Feb 22
বিজেপিতে যোগ দিনের জিতন্দ্র তিওয়ারির ঘনিষ্ঠ নেতা অভিজিৎ আচার্য। স্ত্রীকে সঙ্গে নিয়েই বিজেপিতে যোগ দিলেন তিনি।
02:39 PM (IST) Feb 22
আমন্ত্রণপত্রে নাম থাকলেও রেলের উদ্বোধবন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই জানিয়েছে সূত্র। হুগলি থেকে দক্ষিণেশ্বর মেট্রো রেল চলাচলের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
02:31 PM (IST) Feb 22
কালীঘাটে পুজো দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল
01:40 PM (IST) Feb 22
ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবারই রাজ্যে ফের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
01:38 PM (IST) Feb 22
মোদী সফরের দিনে শহরে ট্য়াক্সি-ক্যাব ধর্মঘট। সোমবার বেলা ৩ টের সময় কলকাতা বিমানবন্দরে আসবেন মোদী। আর সেই দিনেই কলকাতায় ট্য়াক্সি-ক্যাব ধর্মঘট।
01:35 PM (IST) Feb 22
জিজ্ঞাসাবাদের জন্য CBI কে সময় দিলেন অভিষেকের স্ত্রী রুজিরা
01:19 PM (IST) Feb 22
11:35 AM (IST) Feb 22
মেট্রো ডিয়ারি কেলেঙ্কারিতে এবার নাম জড়ালো ফিরহাদ হাকিমের জ্যেষ্ঠ কন্যার। তাঁকে ই ডি পাঠালো নোটিশ। চলতি সপ্তাহের মধ্যেই হাজিরের জন্য দেওয়া হল নির্দেশ। ই ডি সূত্রের খবর খতিয়ে দেখা হচ্ছে যোগসূত্র। টাকা লেনদেন ঘিরে জল্পনা তুঙ্গে।
11:21 AM (IST) Feb 22
11:08 AM (IST) Feb 22
11:05 AM (IST) Feb 22
সিবিআই নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, ২৩ ফেব্রুয়ারি ১১টা থেকে ৩ টের মধ্যে সময় দিয়েছেন তিনি
10:58 AM (IST) Feb 22
10:27 AM (IST) Feb 22
10:25 AM (IST) Feb 22
10:24 AM (IST) Feb 22
10:22 AM (IST) Feb 22
10:21 AM (IST) Feb 22
10:19 AM (IST) Feb 22
10:18 AM (IST) Feb 22
10:01 AM (IST) Feb 22
10:00 AM (IST) Feb 22
09:48 AM (IST) Feb 22
আজ ফের অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে হানা দেবে CBI
09:48 AM (IST) Feb 22
09:47 AM (IST) Feb 22
07:35 AM (IST) Feb 22