Asianet News Bangla | Published : Feb 24, 2021 4:20 AM IST / Updated: Feb 24 2021, 05:49 PM IST

Election Live Update- আমহার্স্ট স্ট্রিটে বিজেপি-র পরিবর্তন যাত্রায় হামলা, দেখানো হল কালো পতকা ও ঝাঁটা

সংক্ষিপ্ত

 

বারুইপুরের একটি হোটেলে আড্ডা দিলেন শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয় এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। সম্প্রতি কিছুদিন আগেই কুণাল বলেছিলেন, 'তৃণমূলে অত্যাচারিত-অপমানিত কেউ যদি থাকে , সেটা আমি' এবং মমতা কী কী ভূল করেছেন তাও বলেছিলেন। আর এরপরেই বাবুল-শুভেন্দুর সঙ্গে সাক্ষাত বিশেষ অর্থবহ করছে। এদিকে একেবারে এগিয়ে এসেছে ২০২১ এর ভোট। তার আগেই এমন সাক্ষাত জল্পনা বাড়াল রাজ্য-রাজনীতিতে।

07:03 PM (IST) Feb 24

বিজেপির উল্টো সুরে রূপা

বিজেপি নেত্রী হয়েও, রাকেশ সিং প্রসঙ্গে বিজেপির উল্টোপথে হাঁটলেন রূপা গঙ্গোপাধ্যায়। রাকেশ সিং-কে গ্রেফতার করে ভালো করেছে সরকার বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে অন্যায় করলে, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, শাস্তি পাওয়া উচিত বলে জানান তিনি।

05:46 PM (IST) Feb 24

রাকেশ সিং-এর পুলিশি হেফাজত

কোকেনকামডে বিজেপি নেতা রাকেশ সিং-কে ১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজত, রাকেশের ২ ছেলের জামিন মঞ্জুর  আদালতের। 

05:38 PM (IST) Feb 24

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট

 তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট

05:37 PM (IST) Feb 24

সেন্টপলস কলেজে ঢুকে হামলা

সেন্টপলস কলেজে ঢুকে হামলা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলেরর অভিযোগ

04:52 PM (IST) Feb 24

আজই বিজেপি-তে অশোক দিন্দা

আজই বিজেপি-তে যোগ দিচ্ছেন ক্রিকেটার অশোক দিন্দা। শুভেন্দু অধিকারীর হাত থেকে দলের পতাকা গ্রহণ করবেন।

04:50 PM (IST) Feb 24

পরিবর্তন যাত্রাকে কেন্দ্র উত্তপ্ত বিজপুর

 পরিবর্তন যাত্রাকে কেন্দ্র উত্তপ্ত বিজপুর পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি বিজেপি কর্মীদের

04:38 PM (IST) Feb 24

নির্বাচনের আগেই রাজ্যের সকলকে কোভিড টিকা

নির্বাচনের আগেই রাজ্যের সকল নাগরিককে কোভিড টিকা দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ভ্যাকসিন নির্মাতাদের থেকে সরাসরি টিকা কিনতে চেয়ে কেন্দ্রীয় সরকারের অনুমতি চেয়ে চিঠি দিল রাজ্য সরকার।

04:30 PM (IST) Feb 24

BJP পরিবর্তন যাত্রায় ধুন্ধুমার

বনগাঁ যাওয়ার পথে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে BJP পরিবর্তন যাত্রায় ধুন্ধুমার, অনুমতি না থাকায় রথ আটকালো পুলিশ। এই  পরিবর্তন যাত্রায় ছিলেন শুভ্রাংশু রায়।

03:53 PM (IST) Feb 24

কাঁচরাপাড়ায় ধুন্ধুমার

বিজেপির পরিবর্তন রথযাত্রা ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়ায়। শহরে প্রবেশের মুখে ব্যরিকেড গড়ে রথ আটকে দেয় পুলিশ। ব্যরিকেড ভেঙে এগোতে গেলে দুই পক্ষে ,সংঘর্ষ বাধে। পুলিশের অভিযোগ, আগে থেকে অনুমতি নেয়নি বিজেপি, বিজেপির অবশ্য দাবি, প্রয়োজনীয় অনুমতি নেওয়া ছিল।

03:08 PM (IST) Feb 24

কালিয়াগঞ্জে দিলীপ ঘোষ

কালিয়াগঞ্জে সভায় বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ

02:00 PM (IST) Feb 24

দেড়কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মমতার

দেড়কোটি মানুষকে চাকরি দেওয়ার সভা থেকে প্রতিশ্রুতি মমতার

01:57 PM (IST) Feb 24

রাজ্যে শিল্প হচ্ছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়

এই রাজ্যে শিল্পে গতি এসেছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন একাধিক প্রকল্প শুরু হয়েছে তাঁর আমলে। গ্লোবাল সাবমিট থেকে প্রচুর টাকা বিনিয়োগের ব্যবস্থা হয়েছে। ডানকুনি থেকে একেবারে বর্ধমান বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত একটি শিল্পের ব্যবস্থা হয়েছে। আগামী ৫ বছরে দেড়কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা। 

 

01:52 PM (IST) Feb 24

বিজেপিতে মেয়েরা সুরক্ষিত নয়

বিজেপিতে মেয়েরা সুরক্ষিত নয়। অনেকে বলতে পারছে না। এই দলে মেয়েদের না পাঠাতে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যা। তাঁর দল মেয়েদের সম্মান দেয় বলেও দাবি করেন। রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প যেমন কন্যাশ্রী, শিক্ষাশ্রীর কথাও উল্লেখ করেন তিনি। 

01:50 PM (IST) Feb 24

বিজেপিকে 'তোলাবাজ'র পাল্টা 'দাঙ্গাবাজ' বলে তোপ মমতার

 'দেশ বিক্রি করে দেয় ওরা'- বিজেপিকে 'তোলাবাজ'র পাল্টা 'দাঙ্গাবাজ' বলে তোপ মমতার

01:50 PM (IST) Feb 24

কাটমানির বিরুদ্ধ 'ব়্যাটমানি'

কাটমানির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তোপ ব়্যাটমানি। বিজেপির সরাসরি নিশানা হুগলির জনসভা থেকে। 

01:45 PM (IST) Feb 24

চূঁচূড়ার ডানলপ ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়

01:42 PM (IST) Feb 24

'খেলা হবে-বার পোস্টের উপর দিয়ে বল যাবে'-মমতা

'খেলা হবে-বার পোস্টের উপর দিয়ে বল যাবে'- বুধবারের সভায় বললেন  মমতা

01:39 PM (IST) Feb 24

নতুন ভোটার -ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মমতার

নতুন ভোটার -ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মমতার

01:33 PM (IST) Feb 24

সাহাগঞ্জের সভায় ভর্তি বাংলার সেলেব

সাহাগঞ্জের সভায় ভর্তি বাংলার সেলেব। তৃণমূলে যোগ দিয়ে সবাই বলে উঠলেন, 'খেলা হবে'

01:30 PM (IST) Feb 24

সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সের ভূমিপূজোর উদ্বোধনে রাষ্ট্রপতি

01:29 PM (IST) Feb 24

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি

01:28 PM (IST) Feb 24

মোতেরার বুক থেকে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্সের ঘোষণা অমিত শাহর

01:26 PM (IST) Feb 24

মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

01:23 PM (IST) Feb 24

মমতার সভায় তৃণমূলে যোগ দিলেন মনোজ, রাজ-সায়নী

 মমতার সভায় তৃণমূলে যোগ দিলেন মনোজ তিওয়ারি, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে

01:21 PM (IST) Feb 24

মোতেরায় পিঙ্ক বল টেস্ট, হাজির মোদী, অমিত শাহ, সরাসরি লাইভ

01:17 PM (IST) Feb 24

বিনয় মিশ্রর বিরুদ্ধে চার্জশিট পেশ করল CBI

গরুপাচারকাণ্ডে বিনয় মিশ্রর বিরুদ্ধে আসানসোল কোর্টে চার্জশিট পেশ করল CBI

12:36 PM (IST) Feb 24

বাড়ি বাড়ি যাচ্ছে মোদীর বিগ্রেডের আমন্ত্রন পত্র

মোদীর বিগ্রেডের বাড়ি বাড়ি আমন্ত্রন পত্র পাঠাচ্ছে বিজেপি

12:17 PM (IST) Feb 24

আজ আদালতে ঢোকার মুখে বিস্ফোরক রাকেশর ২ ছেলে

কোকেন সহ বিজেপি নেত্রী ধরা পড়তেই শিরোণামে ক্রমশ সরগরম রাকেশ সিং। বিশেষ করে রাকেশ সিং গ্রেফতার হতেই চড়ল রাজনৈতিক পারদ। 'বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার', একদিকে তাঁর মেয়ে বলেছেন। অপরদিকে রাকেশকে নাটকীয়ভাবে লালবাজারের গোয়েন্দারা টেনে নিয়ে যেতেই সরব রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে  রাকেশ সিংয়ের দুই ছেলেকে বুধবার আলিপুর কোটে নিয়ে আসা হয়েছে। প্রবেশের সময়  প্রত্যেকের  মুখে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য। 'পুলিশ ক্ষমতার অপব্যবহার করছে', আজ আদালতে ঢোকার মুখে বিস্ফোরক রাকেশর ২ ছেলে 

11:38 AM (IST) Feb 24

বুধবারের পরিবর্তন যাত্রার সফরসূচি প্রকাশ করল BJP

11:23 AM (IST) Feb 24

মোদীর বাংলা সফর শেষ হতে মমতাকে 'কৃষক' ইস্যু ফের তোপ রাজ্য BJP-র

11:22 AM (IST) Feb 24

বুধবার পুড়শুড়া বিধানসভা হয়ে এগিয়ে চলছে BJP-র পরিবর্তন যাত্রা

09:59 AM (IST) Feb 24

রাকেশ সিং ইস্যুতে সরব দিলীপ ঘোষ

বিজেপি নেতা রকেশ সিং-এর গ্রেফতারি নিয়ে সরব হলের দিলীপ ঘোষ। বুধবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে চায়ে পে চর্চা, প্রাতঃভ্রমণ, বিজেপির শিবিরে যোগদান সহ বেশ কয়েকটি কর্মসূচি ছিল তাঁর। সেই সময়ই বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেন রাজ্যে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। আর সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।