Election Live Update- জনমত সমীক্ষায় এখনও এগিয়ে মমতা, ব্রিগেডের আগে বার্তা দিলেন বুদ্ধ

সংক্ষিপ্ত

আট দফার ভোট নিয়ে মমতাকে নিশানা বিজেপির শীর্ষ নের্তৃত্বের। বিহার, কেরলে ৩ দফায় ভোট, অসমে এক দফায় ভোট কিন্তু বাংলায় কেন আট দফায় ভোট এ নিয়ে প্রশ্ন তুলেছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নির্বাচন কমিশনের দিকেও অভিযোগের তীর। আর এই প্রসঙ্গ উঠতেই রাজ্যের শাসক দলে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। '২০১১ সালের পর এই রাজ্যে কীভেবে ভোট হয়েছে সেটা মানুষ জানে। আট দফায় ভোটের জন্য দায়ী কে' ,পাল্টা প্রশ্ন তুললেন তিনি। 
 

08:55 PM (IST) Feb 27

বুদ্ধ বার্তা

ব্রিগেড সমাবেশের আগের দিন মাঠমুখী জনতাকে বিশেষ বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সভার সাফল্য কামনা করলেন তিনি।

08:53 PM (IST) Feb 27

জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, লাভ বাম-কং'এরও

সি ভোটারের দ্বিতীয় দফার জনমত সমীক্ষার ফল বের হল। সাম্প্রতিক সমীক্ষার ফল বলছে এখনই ভোট হলে তৃণমূল কংগ্রেস পাবে ১৪৮ থেকে ১৬৪টি আসন। আর বিজেপি পাবে ৯২ থেকে ১০৮টি আসন। বাম-কংগ্রেস জোট পাবে ৩১ থেকে ৩৯ টি আসন আর অন্যান্যরা পেতে পারেন ১ থেকে ৫টি আসন।

06:20 PM (IST) Feb 27

সরানো হল এডিজি আইন-শৃঙ্খলা'কে

ভোটের দিন ঘোষণার পরের দিনই রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন দমকলের ডিজি সি জগমোহন।

05:32 PM (IST) Feb 27

পোস্টাল ব্যালটে ষড়যন্ত্র

পোস্টাল ব্যালটে ষড়যন্ত্র করা হচ্ছে। শনিবার, রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে বিস্ফোরক অভিযোগ জানালেন বিজেপির রাজ্য নেতারা। বিজেপি-র দাবি কলকাতা পুলিশের কয়েকজন কর্তা শাসক দলের হয়ে কাজ করছেন। তাঁরা সকল পোস্টাল ব্যালট একত্রিত করে তৃণমূলের পক্ষে সংগঠিত করতে চাইছেন। এই নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের কাছেই অভিযোগ জানাতে চাওয়া হয়েছিল। তিনি সময় না দেওয়াতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ, বলে জানিয়েছেন বিজেপি নেতারা।

05:22 PM (IST) Feb 27

এক বছর সাসপেন্ড ৩ বিজেপি নেতা

২১ জানুয়ারি বর্ধমানে দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় তিন নেতাকে এক বছরের জন্য সাসপেন্ড করল বিজেপি।

04:59 PM (IST) Feb 27

'বিমান বসুদের ফোনে আড়ি পাতা হচ্ছে'

মুর্শিদাবাদের সভা থেকে বিজেপিনেতা শুভেন্দু অধিকারী অভিয়োগ করলেন, প্রশাসনকে কাজে লাগিয়ে বাম নেতা বিমান বসু-সহ সকল বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতছে তৃণমূল। নবান্ন থেকে সরকারি অফিসারদের সরিয়ে ভোট করতে হবে বলে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন শুভেন্দু।

03:13 PM (IST) Feb 27

কলকাতা হেস্টিং বিজেপি অফিসে বিশিষ্ট ব্যক্তিদের যোগদান পর্ব

01:03 PM (IST) Feb 27

'BJP ক্ষমতায় এলে এক দফায় ভোট হবে'

'BJP  ক্ষমতায় এলে এক দফায় ভোট হবে'- ভোটের দিন প্রকাশের পর বললেন দিলীপ 

11:38 AM (IST) Feb 27

'পিসি যাও' গানে এবার ভিডিও ফুটেজে মমতাকে নিশানা BJP-র

10:51 AM (IST) Feb 27

কয়লাকাণ্ডে কলকাতার ব্যবসায়ীকে জরুরী তলব করল CBI

কয়লাকাণ্ডে কলকাতার ব্যবসায়ীকে জরুরী তলব করল  CBI । সূত্রের খবর, রণধীর নামের বাঁশদ্রোণীর ওই ব্যবসায়ীকে নিজাম প্যালেশে জিজ্ঞাসাবাদ করা হবে।

10:28 AM (IST) Feb 27

সোনারপুর দক্ষিণ থেকে ক্যানিং পূর্ব বিধানসভা হয়ে চলছে BJP-র পরিবর্তন যাত্রা

10:27 AM (IST) Feb 27

BJP-র পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর-কাঠগড়ায় তৃণমূল

BJP-র পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর- মোবাইল-ল্য়াপটপ চুরির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

 

 

 

08:39 AM (IST) Feb 27

ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই ১২ সদস্যের কমিটি তৈরি করলেন মমতা

ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই  ১২ সদস্যের কমিটি তৈরি করলেন মমতা। বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন।

08:05 AM (IST) Feb 27

মমতার স্কুটি চড়া নিয়ে শুভেন্দুর তোপ