Asianet News Bangla | Published : Feb 28, 2021 2:01 AM IST / Updated: Feb 28 2021, 02:16 PM IST

Election Live Update 'সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হচ্ছে', তৃণমূলকে তোপ দিয়ে শুরু বামদের ব্রিগেড

সংক্ষিপ্ত


 রবিবার বামেদের ব্রিগেড। আর সেই জন্যই উৎসাহ তুঙ্গে কর্মী-সমর্থকদের। বামেদের ব্রিগেডে জন্য বাড়ি বাড়িতে তৈরি হচ্ছে ১০ লক্ষের খাবার। তরুণদের মন জয়ে এত ধরে শহরের ২২ জায়গায় পারফর্ম হয়েছে বাজি নাচ। এই নাচের পোশাকি নাম ফ্ল্য়াশমব। তবে এসবকেও ছাড়িয়ে যেত, যদি আসতেন বুদ্ধদেব। ব্রিগেডে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আসতেন পারছেন না। তিনি জানিয়েছেন, মাঠে ময়দানে কর্মীরা লড়াই করছেন। আর আমি গৃহবন্দি হয়ে রয়েছি। এত বড় সমাবেশ হবে অথচ আমি যেতে পারছি না। এটা আমার কাছে যন্ত্রনার।'২০২১ এর নির্বাচনের আগে বামেদের ভোট প্রচারের সবথেকে বড় সুযোগ ব্রিগেডের সভা। শক্তি দেখাতে কংগ্রেসও চাইছে সব জেলা থেকে কর্মীদের হাজির করতে। থাকবে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকরাও। গুজরাট থেকেও আসছেন পরিযায়ী শ্রমিক। 

06:17 PM (IST) Feb 28

আব্বাস নিয়ে তৃণমূলের খোঁচা

বাম কংগ্রেস একে অপরের হাত ধরে হাঁটছিল। সেখানে আব্বাস একটা ক্র্যাচ নিয়ে সেছে বলেন কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। 

06:17 PM (IST) Feb 28

আব্বাস নিয়ে তৃণমূলের খোঁচা

বাম কংগ্রেস একে অপরের হাত ধরে হাঁটছিল। সেখানে আব্বাস একটা ক্র্যাচ নিয়ে সেছে বলেন কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। 

03:33 PM (IST) Feb 28

তৃণমূল ও বিজেপিকে আক্রমণ সেলিমের

তৃণমূলের সঙ্গে বিজেপিকেও আক্রমণ সেলিমের। তিনি বলেন রাজ্যে তৃণমূল থেকে অনেকেই দল বদল করছেন চৈত্রমাসে সেলের সময় দল বদলের পরিমাণ আরও বাড়বে বলেও জানিয়েছেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন  করোনাকালে বন্ধ হওয়া ট্রেন এখনও স্বাভাবিক করতে পারেনি বিজেপি। তারাই সোনার বাংলা গঠন করতে চাইছে। 

03:24 PM (IST) Feb 28

রাজ্যের কৃষকরাও দাম পাচ্ছে না, অভিযোগ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রকাশ করেন ভূপেশ বাঘেলা। তিনি বলেন নেতাজির উত্তারাধিকারি হতে পারে না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন তিনি।

02:48 PM (IST) Feb 28

নতুন স্লোগান সীতারম ইয়েচুরির

লুঠপাটের সরকার নয়, জাতপাতেলর সরকার নয়। বাংলা চায় জনগণের সরকার।ব্রিগেড  থেকে নতুন স্লোগান তুললেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি।

02:43 PM (IST) Feb 28

সারদা-নারদা তুলে কটাক্ষ করলেন আব্বাস

কে পেয়েছেন কেন্দ্রের ১৫ লক্ষ্য টাকা! প্রশ্ন তুললেন আব্বাস। পাশাপাশি তিনি আরও জানান, সারদা ও নারদা দেখেছে পশ্চিমবঙ্গ। এই দুর্নীতি আর নয়। বাংলা বাঁচানোর ডাক দিলেন আব্বাস।  

02:39 PM (IST) Feb 28

'লুটপাটের সরকার প্রয়োজন নেই, জাতপাতের সরকারের প্রয়োজন নেই'

বিগ্রেডের ময়দানে আব্বাসের উক্তিতে উচ্ছ্বাস। বিপুল সংখ্যাকে সাফ জানালেন আব্বাস আমাদের লুটপাটের সরকার প্রয়োজন নেই, জাতপাতের সরকারের প্রয়োজন নেই। 

02:36 PM (IST) Feb 28

গরীব-বড় লোকের ভেদ স্পষ্ট দেশে- জানালেন আব্বাস

কৃষকেরা কয়েক হাজার টাকা চোকাতে না পাড়লেই তাদের থেকে জমি সম্পত্তি নিয়ে নেওয়া হয়। আর দেশে বড় লোকেরা কোটি কোটি টাকা লুট করে বেপাত্তা। কারুর চিন্তা নেই। তোপ দাগলেন আব্বাস। 

02:33 PM (IST) Feb 28

করোনার নামে নিজেই একটা ফান্ড করেছেন মোদী- আব্বাস

করোনার ফান্ডের নামে প্রধানমন্ত্রী ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে রেখেছেন। তা দিয়েই চলছে ভোটের প্রচার, ও খরচ। ব্রিগেডের মাঠ থেকে হুঙ্কার আব্বাসের। 

02:21 PM (IST) Feb 28

'মমতাকে জিরো করে দেখিয়ে দেব'-আব্বাস

'মমতাকে জিরো করে দেখিয়ে দেব'- ব্রিগেডে জানালেন আব্বাস

02:06 PM (IST) Feb 28

আব্বাস সিদ্দিকি আসতেই স্বাগত জানাল জোট

আব্বাস সিদ্দিকি আসতেই স্বাগত জানাল প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরি সহ সকলেই

01:51 PM (IST) Feb 28

ব্রিগেডে বামেদের সমাবেশ, সরাসরি লাইভ

01:47 PM (IST) Feb 28

'রাজ্যে সব সরকারি শূণ্য পদ পূরণ করতে হবে' সূর্যকান্ত

'রাজ্যে সব সরকারি শূণ্য পদ পূরণ করতে হবে' ব্রিগেডে জানালেন সূর্যকান্ত মিশ্র

01:46 PM (IST) Feb 28

'রাজ্য়ের শিল্পের প্রসার চাই'-সূর্যকান্ত

'রাজ্য়ের শিল্পের প্রসার চাই'- ব্রিগেডে জানালেন সূর্যকান্ত মিশ্র

01:45 PM (IST) Feb 28

মঞ্চে সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, মহঃম্মদ সেলিমরা

মঞ্চে সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, মহঃম্মদ সেলিমরা

01:45 PM (IST) Feb 28

সমাবেশে অধীর-প্রদীপ-মান্নানেরা

সমাবেশে অধীর-প্রদীপ-মান্নানেরা

01:41 PM (IST) Feb 28

'অভূতপূর্ব ব্রিগেড সমাবেশ'-বিমান

'অভূতপূর্ব ব্রিগেড সমাবেশ'- ব্রিগেডে বললেন বিমান বসু

01:39 PM (IST) Feb 28

'রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে'

'রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে' , মইদুলের নামের সুরেই শুরু হল বামেদের ব্রিগেড

01:38 PM (IST) Feb 28

'সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করা হচ্ছে'- ব্রিগেডে তোপ বামেদের

'সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করা হচ্ছে'- ব্রিগেডে তোপ বামেদের

01:20 PM (IST) Feb 28

ব্রিগেডে বাকুড়ার কানন

01:00 PM (IST) Feb 28

বাঁকুড়া থেকে ব্রিগেডযোগ বৃদ্ধ কর্মী সমর্থকদের

12:42 PM (IST) Feb 28

ব্রিগেডমুখী গাড়ির ভিড়ে বাবুঘাটে যান চলাচল পুরো বন্ধ

ব্রিগেডমুখী  গাড়ির ভিড়ে বাবুঘাটে যান চলাচল পুরো বন্ধ

12:13 PM (IST) Feb 28

ব্রিগেডমুখী আব্বাস অনুগামীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থক

ব্রিগেডমুখী আব্বাস অনুগামীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থক বলে অভিযোগ

11:54 AM (IST) Feb 28

বামেদের ব্রিগেডে কংগ্রেসের সঙ্গে ISF

বামেদের ব্রিগেডে কংগ্রেসের সঙ্গে ISF। আব্বাস শিবির ডেডলাইন দিয়েছিল ব্রিগেড সমাবেশের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে জোটে আসন ছাড়া নিয়ে কংগ্রেসকে নিজের অবস্থানের কথা জানিয়ে দিতে বলা হয়েছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের তরফে। যা ব্রিগেডের আগের রাতে হয়নি।তবে আসন রফা অধরা রেখেই এদিন ব্রিগেড সমাবেশে বামেদের সঙ্গে থাকবে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকর আইএসএফ। সেই জায়গা থেকে আজকের সমাবেশ তাৎপর্য রাখছে।

 

10:59 AM (IST) Feb 28

আজ মমতা-তেজস্বী বৈঠক কলকাতায়

আজ মমতা  বন্দ্য়োপাধ্যায় এবং তেজস্বী যাদবের বৈঠক কলকাতায়

10:11 AM (IST) Feb 28

লড়াইয়ে একসঙ্গে বাম-কংগ্রেস-আইএসএফ

লড়াইয়ে একসঙ্গে বাম-কংগ্রেস-আইএসএফ

10:02 AM (IST) Feb 28

নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা দিলেন বিগ্রেড পাড়ি

বামফ্রন্ট, কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশে আজ সকাল থেকে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন

 

 

09:37 AM (IST) Feb 28

জেলা থেকে ব্রিগেড মুখী কর্মী সমর্থকরা

জেলা থেকে ব্রিগেড মুখী কর্মী সমর্থকরা

08:46 AM (IST) Feb 28

আজ সকালে মনকি বাত-এ মোদী