মমতার অসুস্থতার জন্য শনি-রবিবার তাঁর রাজনৈতিক কর্মসূচি স্থগিত করল তৃণমূল। সোমবার জেলা সফর শুরু করবেন দলনেত্রী। নন্দীগ্রামে আহত হওয়ার পর মমতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এদিন ভিডিওবার্তায় মমতা জানিয়েছে, ২-৩ দিনেই তিনি ময়দানে নামবেন , তবে হেঁটে নয় , হুইল চেয়ারে। অপরদিকে, তৃণমূলের অভিযোগ খারিজ করে কড়া ভাষায় পাল্টা চিঠি কমিশনের। উল্লেখ্য নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা। তাঁর চোট নিয়ে বৃহস্পতিবার সকালেই কমিশনে গিয়ে অভিযোগ জানিয় রাজ্যের শাসক দল। চিঠিতে বলা হয়েছিল,' ডিজি বদলের পরেই নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর উপর হামলা হয়েছে।' সেই অভিযোগ খারিজ করে উল্টে সংবিধানের ৩২৪ ধারা টেনে এনে রাজ্যের শাসকদলকে কড়া চিঠি পাঠিয়েছে কমিশন।
07:24 PM (IST) Mar 12
04:29 PM (IST) Mar 12
নন্দীগ্রামে আহত মমতার ঘটনায় মেদিনীপুরে কমিশনের ২ পর্যবেক্ষক
04:24 PM (IST) Mar 12
রাজ্য জুড়ে তৃণমূলের মৌনমিছিল শুরু। বেহালা,গড়িয়াহাট, খিদিরপুর শহর ও শহরতলি জুড়ে ইতিমধ্য়েই শুরু হয়েছে মমতার ুপর 'হামলা'-র প্রতিবাদে মৌন মিছিল তৃণমূলের।
04:22 PM (IST) Mar 12
১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে ইস্তাহার প্রকাশ তৃণমূলের। প্রথমে চলতি সপ্তাহের মঙ্গলবার ইস্তাহার প্রকাশ করবে বলে ঠিক করে পরে তা পিছিয়ে বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয়। কিন্তু নন্দীগ্রামে গিয়ে হামলায় আক্রান্ত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে আগের থেকে সুস্থ। হাসপাতাল থেকে ছুটি নিতেও ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা। তাই তৃণমূল সুপ্রিমোর সুস্থ হওয়ার পরেই ১৪ মার্চ ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল।
03:15 PM (IST) Mar 12
মার্চেই আরও ৪ বার মোদী আসবেন বঙ্গ সফরে। ১৮, ২০, ২২, ২৪ রাজ্য়ে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর
02:35 PM (IST) Mar 12
02:32 PM (IST) Mar 12
SSKM এ উডবার্ন ব্লকে কলকাতা পুলিশের স্নিফার ডগ
02:31 PM (IST) Mar 12
হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয়া মুখ্যমন্ত্রী কে দেখতে এসএসকেএম হাসপাতালে এলেন
02:25 PM (IST) Mar 12
গুলিবিদ্ধ আহত বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাসের বাড়িতে কেন্দ্রীয় জল সম্পদ প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখায়াত
02:24 PM (IST) Mar 12
'মমতার শারীরিক অবস্থার খবর মোদী-শাহ-নাড্ডা কেউ নেননি, মৌন মিছিল করব আঝ দুপুরে'- বলেন পার্থ চট্টোপাধ্যায়
02:19 PM (IST) Mar 12
সুমিত দে, সঞ্জয় চক্রর্তী, দিলীপ সর্দার সহ বিভিন্ন জেলার বিভিন্ন নের্তৃবৃন্দ্র আজকে তৃণমূলে যোগদান করলেন
02:00 PM (IST) Mar 12
হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু
01:01 PM (IST) Mar 12
01:00 PM (IST) Mar 12
আজ মনোনয়ন পত্র জমা দেবেন বাম প্রার্থী মীনাক্ষী
11:54 AM (IST) Mar 12
প্রাক্তন যুব মোর্চার জেলা সভাপতি ভক্ত রায়ের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের শ্মশান কলোনি এলাকায়। বিজেপির দাবি দীর্ঘদিন ধরে বিজেপি করার অপরাধে তার উপরে বারংবার আক্রমণ করা হয়।তবে তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছেন।
11:42 AM (IST) Mar 12
তৃণমূলের অভিযোগ জানানোর পর কমিশনের কাছে যাচ্ছে BJP
11:22 AM (IST) Mar 12
11:15 AM (IST) Mar 12
হলদিয়ায় ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহাকুমা শাসকের দফতরের মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থী। শুভেন্দুর সঙ্গে থাকার কথা স্মৃতি ইরানি এবং বাবুল সুপ্রিয়র।
11:10 AM (IST) Mar 12
নন্দীগ্রামে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিতে হলদিয়ায় শুভেন্দু
10:25 AM (IST) Mar 12
রাতে ঘুম ভালো হয়েছে মমতার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন মমতা। রাতে ঘুম ভালো হয়েছে মুখ্যমন্ত্রীর। পায়ের ফোলা কিছুটা কমেছে। ঘাড়,কাঁধ, কবজির ব্যথাও কমেছে। এমনটাই জানিয়েছে এসএসকেম হাসপাতাল।
10:23 AM (IST) Mar 12
স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার মৃর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে রয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্খী শুভেন্দু অধিকারী। এদিনই মনোনয়ন পেশ করবেন তিনি।
10:04 AM (IST) Mar 12
নন্দীগ্রামে যজ্ঞ করলেন শুভেন্দু অধিকারী।
10:01 AM (IST) Mar 12
09:57 AM (IST) Mar 12
বেলা সাড়ে ১১টা নাগাদ হলদিয়ায় ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহাকুমা শাসকের দফতরের মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থী। শুভেন্দুর সঙ্গে থাকার কথা স্মৃতি ইরানি এবং বাবুল সুপ্রিয়র।
09:56 AM (IST) Mar 12
মমতার উপর হামালার অভিযোগে শুক্রবার (ECCI) ইসিসিআই- এর সঙ্গে দেখা করতে দিল্লির পথে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল
08:23 AM (IST) Mar 12
কাঁথির বাড়ি থেকে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা শুভেন্দু অধিকারীর। আজ মনোনয়ন পত্র জমা দেবেন তিনি হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে।
08:21 AM (IST) Mar 12
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর 'হামলার' প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে 'মৌন মিছিল' করবে তৃণমূল কংগ্রেস। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে কালো পতাকা নিয়ে মিছিল করবেন তৃণমূল নেতা-কর্মীরা।
08:20 AM (IST) Mar 12
পুরুলিয়ার জয়পুরে তূণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট
08:18 AM (IST) Mar 12
এপ্রিলে রাজ্য়ে আসছে রাফালে। বিংধ্বসী যুদ্ধবিমানের দ্বিতীয় স্কোয়াড্রনটি থাকবে হাসিমারায়
08:15 AM (IST) Mar 12
তৃণমূলের অভিযোগ খারিজ করে কড়া ভাষায় পাল্টা চিঠি কমিশনের। উল্লেখ্য নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা। তাঁর চোট নিয়ে বৃহস্পতিবার সকালেই কমিশনে গিয়ে অভিযোগ জানিয় রাজ্যের শাসক দল। চিঠিতে বলা হয়েছিল,' ডিজি বদলের পরেই নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর উপর হামলা হয়েছে।' সেই অভিযোগ খারিজ করে উল্টে সংবিধানের ৩২৪ ধারা টেনে এনে রাজ্যের শাসকদলকে কড়া চিঠি পাঠিয়েছে কমিশন।
08:14 AM (IST) Mar 12
সোমবার থেকে হুইল চেয়ারে জেলা সফর মমতার, শনিবারে চূড়ান্ত সফরসূচির সিদ্ধান্ত
10:43 PM (IST) Mar 10
তৃণমূল নেত্রীকে দেখতে হাসপাতালে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে তাঁকে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়।
09:59 PM (IST) Mar 10
নন্দীগ্রামে আহত হওয়ার পর গ্রিণ করিডর করে মমতা বন্দোপাধ্যায়কে আনা হয়েছে এসএসকেএম হাসপাতালে। উডবার্ণ ওয়ার্ডে চলছে চিকিৎসা। গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড।
09:58 PM (IST) Mar 10
নন্দীগ্রামে কী ঘটেছিল তা সবই দেখেছেন চিত্তরঞ্জন দাস নামে স্থানীয় এই প্রৌঢ়।
09:49 PM (IST) Mar 10
নন্দীগ্রামে গিয়ে আক্রান্ত তৃণমূল নেত্রীর আরোগ্য কামনা। হাসপাতাল ক্রমশই ভিড় বাড়ছে তৃণমূল অনুগামীদের।
09:38 PM (IST) Mar 10
এসএসকেএমএ ভর্তি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিউরোর চিকিৎসকরা তাঁকে দেখছেন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রের খবর।
09:17 PM (IST) Mar 10
গ্রিনকরিডোর করে সড়কপথে কলকাতায় আনা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।
08:30 PM (IST) Mar 10
এই ঘটনাকে বিশ্বাস না করে নাটক বলে আখ্যা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,পুলিসমন্ত্রী বলছেন পুলিস ছিল না। পুলিশ না থাকা অবস্থায় হামলা হল। এটা অসম্ভব। এটা নির্বাচনী গিমিক। একটা সমবেদনা আদায় করার চেষ্টা। আর বাংলার পুলিসমন্ত্রী যদি পুলিস না পান, তাহলে বাংলার সাধারণ মানুষের কী হবে? তাহলে মমতা স্বীকার করুন যে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে।
08:29 PM (IST) Mar 10
বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি, ঘটনায় দ্রুত সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। কারণ জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন তুলেছেন কৈলাস বিজয়বর্গীয়।
08:28 PM (IST) Mar 10
মমতা বন্দ্যোপাধ্যায়া নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন,'হামলা যদি হয়ে থাকে, তাহলে পুলিশমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর যোগ্য নন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সাসপেন্ড করা উচিত। হামলাকারীদের ফাঁসি দেওয়া হোক। মুখ্য়মন্ত্রী যেখানে যান, তার ২ কিমির মধ্যে সব আটকে দেওয়া হয়। এসব তিনি সহানুভূতি আদায় করার জন্য করছেন।'