Election Live Update- 'শুধু নন্দীগ্রামের প্রার্থী হন মমতা, দু জায়গায় দাঁড়ালে চলবে না', হুঙ্কার শুভেন্দুর

সংক্ষিপ্ত

রাজনীতির ময়দানে একে একে এবার ঘুঁটি সাজিয়ে নেওয়ার পালা। কার বিপরীতে কে, সোমবার দুপুরেই নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রীরব ঘোষণা সামনে এসেছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লড়বেন মুখ্যমন্ত্রী নিজেই। সভা শেষে এই ঘোষণাতেই ওঠে নয়া ঝড়। 

04:12 PM (IST) Jan 19

হামলার প্রতিবাদে ধরনায় বসবেন শুভেন্দু

নন্দীগ্রামে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ। প্রতিবাদে এসপি অফিসের সামনে ধর্না দেবেন শুভেন্দু। 

04:02 PM (IST) Jan 19

হেঁড়িয়া থেকে মমতাকে নিশানা শুভেন্দুর

নন্দীগ্রামে মমতার সভা নয়, হায়দ্রাবাদের পার্টির সভা। হতাশা গ্রস্ত মাননীয়। পাঁচ বছর পর নন্দীগ্রামের এসেছেন। সভা থেকে মমাকে কটাক্ষ শুভেন্দুর।

03:59 PM (IST) Jan 19

বিজেপির উপর হামলা, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

হেড়িয়ায় সভায় বক্তব্য রাখছেন শুভেন্দু। বিজেপির উপর হামলা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

03:32 PM (IST) Jan 19

হেড়িয়ায় সভাস্থলে শুভেন্দু অধিকারী

হেড়িয়ায় সভাস্থলে শুভেন্দু অধিকারী। সভামঞ্চে রয়েছেন নন্দীগ্রামের শহিদ পরিবার। আজ মমতাকে কী জবাব দেবেন শুভেন্দু।

03:09 PM (IST) Jan 19

কলকাতায় তৃণমূলের শান্তি মিছিল

টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত তৃণমূলের শান্তি মিছিল। মিছিলে উপস্থিত রয়েছেন অরূপ বিশ্বাস।

02:35 PM (IST) Jan 19

ধমকালে মুখ প্লাস্টার করে দেবঃ মমতা

ধমকালে মুখ প্লাস্টার করে দেব। সায়নী ঘোষকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী।

02:34 PM (IST) Jan 19

ভোটের আগে মন্ডা-মিঠাই ঃ মমতা

কৃষকদের জন্য অনেক কাজ করেছি। এক পয়সা কেন্দ্র দেয় না। বিনা পয়সায় করে দিয়েছি। পুরুলিয়ার জলের সমস্যা। 

02:22 PM (IST) Jan 19

অভিনেত্রী সায়নীকে হুমকির অভিযোগ

মাওবাদীদের থেকেও বিজেপি ভয়ঙ্কর। অভিনেত্রী সায়নী ঘোষকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

02:19 PM (IST) Jan 19

শুভেন্দুর পথে যাওয়ার পথে হামলার অভিযোগ

শুভেন্দুর পথে যাওয়ার পথে হামলার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

02:16 PM (IST) Jan 19

শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত খেজুরি

শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত খেজুরি। বিজেপির সভায় হামলার অভিযোগ।

02:14 PM (IST) Jan 19

পুরুলিয়ায় দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ মমতার

পুরুলিয়ায় দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ মমতার। বাংলায় বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। দাবি মুখ্যমন্ত্রীর।

02:12 PM (IST) Jan 19

ভাষণের শুরুতেই পুরুলিয়ার জয়গান-মমতা

ভাষা আন্দোলন থেকে শুরু করে ছৌনাচ পুরুলিয়ার রুপসী বাংলার জয়গান মুখ্যমন্ত্রীর মুখে। প্রশংসা করলেন শতাব্দী রায়ের ভাষণকেও। জানালেন রাজনৈকিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে 

02:11 PM (IST) Jan 19

অলচিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছে সরকারঃ মমতা

অলচিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছে সরকার। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না। ভাষার মর্যাদা দিয়েছে রাজ্য। 

02:07 PM (IST) Jan 19

পুরুলিয়ার সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী

পুরুলিয়ার সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। 

02:03 PM (IST) Jan 19

উপকার নিয়ে ভোট না দেওয়া বেইমানি- শতাব্দী

পুরুলিয়ায় জনসভায় উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে ভোটারদের আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকারের কথা স্মরণ করিয়ে দিলেন শতাব্দী রায়।  জনগণকে পাশে থাকার আবেদন জানালেন শতাব্দী। জানালেন এই সরকার কথা রাখতে জানে। 

02:02 PM (IST) Jan 19

পুরুলিয়ায় সভায় কী বললেন শতাব্দী

আমাদের নেত্রী কথা রেখেছেন, কথা রাখেন, উপকার নিয়ে ভোট না দেওয়া বেইমানি। 

10:25 AM (IST) Jan 19

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত

10:19 AM (IST) Jan 19

নন্দীগ্রামের সভায় কী বললেন মমতা, দেখে নিন একনজরে

"

10:18 AM (IST) Jan 19

ভোটের সব খবর এশিয়ানেট নিউজ বাংলায়

10:17 AM (IST) Jan 19

নন্দীগ্রামের চ্যালেঞ্জ নিলেন শুভেন্দু

শুভেন্দুর টুইট ঘিরে জল্পনা, মমতার বিরুদ্ধে প্রার্থী হতে পারেন বিজেপি-র নতুন নেতা।

 

 

10:08 AM (IST) Jan 19

আজ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়ার মফস্বল থানার হুটমূড়ায় আজ জনসভা করবেন মমতা, পুরুলিয়া-তে গত কয়েক বছরে শিথিল হয়েছে শাসক দলের আধিপত্য, বিধানসভা নির্বাচনে অনেকেই মনে করছে বিজেপি এই জেলা-তে এগিয়ে, মমতা কি পারবেন হারিয়ে যেতে বসা জমি পুনরুদ্ধার করতে, সেদিকে এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

08:18 AM (IST) Jan 19

আজ শুভেন্দুর সভা, নিশানায় মুখ্যমন্ত্রী

সোমবারই নন্দীগ্রামে জনসভা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় নন্দীগ্রাম নির্বাচনের জন্য শুভ, তাই সেখান থেকেই নিজেকে প্রার্থী ঘোষণা করেন তিনি। রাত পোহাতেই সেখানে এবার জনসভা করবেন শুভেন্দু অধিকারী।