amartya lahiri | Published : Jan 23, 2021 3:14 AM IST / Updated: Jan 23 2021, 05:22 PM IST

Victoria Memorial Live- জয়শ্রীরাম ধ্বনি, প্রধানমন্ত্রীর সামনে ক্ষোভ উগরে বক্তব্য বয়কট মমতার

সংক্ষিপ্ত

শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল গত মার্চের শেষে। বাংলায় ঘূর্ণিঝড় আমফানের ধ্বংসলীলা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। দীর্ঘ ১০ মাস পর শনিবার আবার একমঞ্চে দেখা যাবে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। বিকেলে ভিক্টোরিয়ায় মেমোরিয়াল হলে তাঁর সঙ্গে উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রীরও। থাকবেন বিতর্কিত রাজ্যপাল জগদীপ ধনখরও। একুশের নির্বাচনের আগে নেতাজির উত্তরাধিকারও এখন রাজনৈতিক সুবিধা পাওয়ার বিষয়। তাই, ভিক্টোরিয়ার মঞ্চকে মোদী-মমতা, কে কতটা কাজে লগাতে পারলেন, সেই দিকেই নজর থাকবে সকলের। তবে প্রতিযোগিতাটা শুধু বিকেলে ভিক্টোরিয়ায় ন, একেবারে সাত-সকালে পাড়ায় পাড়ায় নেতাজির জন্মদিবস পালন-এর মধ্য দিয়েই শুরু হয়ে গিয়েছে। এই খবর এবং নির্বাচন সংক্রান্ত সকল খবররে সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন এইখানে -

05:46 PM (IST) Jan 23

'ভারতের প্রতিটি নাগরিক নেতাজির কাছে ঋণী'

'ভারতের প্রতিটি নাগরিক নেতাজির কাছে ঋণী', বললেন মোদী।

05:45 PM (IST) Jan 23

সোনার বাংলার পক্ষে সওয়াল মোদীর

দারীদ্র, শিক্ষার জন্য লড়াই করেছেন নেতাজী। সোনার বাংলা নির্মাণে নেতাজীর ভূমিকা রয়েছে। আত্মনীর্ভর ভারতে সোনার বাংলা গড়তে হবে। 

05:43 PM (IST) Jan 23

সঙ্গে ভগবত গীতা রাখতেন নেতাজীঃ মোদী

নিজের লক্ষের জন্য সবসময় চেষ্টা করা উচিত। নেতাজীর এই কথা আমাকে অনুপ্রাণিত করে। 

05:42 PM (IST) Jan 23

এতবড় মহামারি কীভাবে রুখল ভারতঃ মোদী

এতবড় মহামারি কীভাবে রুখল ভারত। রাফায়েলের মত আধুনিক যুদ্ধবিমান রয়েছে। আজ যদি নেতাজী দেখতে পেতেন।

05:40 PM (IST) Jan 23

দেশীয় প্রযুক্তি দেশের বদলাব হবেঃ মোদী

দেশীয় প্রযুক্তি দেশের বদলাব হবে। দেশের আধুনিক প্রযুক্তি অনেক এগিয়ে। আজ যদি নেতাজী দেখতে পেতেন। কত ভাল হত।

05:39 PM (IST) Jan 23

দেশের মানুষকে বেঁধে রাখতে পারবে নাঃ মোদী

আত্মনীর্ভর ভারত প্রকল্প দেশকে শক্তিশালী করতে হবে। দেশের বড় সমস্যা গরিবি। এই সমস্যা সমাধানের জন্য সমাজকে একজোট হতে হবে। 

05:36 PM (IST) Jan 23

আত্মনীর্ভর ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

আত্মনীর্ভর ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। নেতাজীর মত আমাদের একই লক্ষ্য, নিজের পরিশ্রমে দেশকে আত্মনির্ভর বানাতে হবে।

05:32 PM (IST) Jan 23

নেতাজীর ঋণ শোধ করব কীভাবেঃ মোদী

কাদের জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাবুলের রাস্তায় রাস্তায় ঘুরেছেন। শুধু আমাদের জন্য।

05:28 PM (IST) Jan 23

নেতাজীর চরনে মাথা নত করছিঃ মোদী

আন্দামান দুটম দ্বীপের নাম সুভাষ চন্দ্র বোস রাখা হয়েছে। নেতাজীর চরনে মাথা নত করছি।

05:27 PM (IST) Jan 23

পরাক্রম ও প্রেরণার প্রতিক নেতাজীঃ মোদী

এই পূণ্যভূমি সবাইকে দেশপ্রেম শিখিয়েছি। পরাক্রম ও প্রেরণার প্রতিক নেতাজী।

05:26 PM (IST) Jan 23

নেতাজী বলেছিলেন স্বাধীনতা চাইব নাঃ মোদী

মহিলাদের সামাজিক উন্নয়নের কথা যখন অন্যরা ভাবছে। তখন ঝাঁসির রানি রেজিমেন্ট গড়েছিলেন নেতাজী।

05:24 PM (IST) Jan 23

নেতাজি ভারতীয় পরাক্রমের প্রতিমূর্তিঃ মোদী

নেতাজি ভারতীয় পরাক্রমের প্রতিমূর্তি। প্রতিবছর ২৩ জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে।

05:23 PM (IST) Jan 23

হাওড়া-কালকা মেল ট্রেনের নাম নেতাজি এক্সপ্রেসঃ মোদী

নেতাজীর ১২৫তম জন্মদিনে ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। হাওড়া-কালকা মেল ট্রেনের নাম নেতাজি এক্সপ্রেস করা হয়েছে।

05:21 PM (IST) Jan 23

নেতাজীকে শতকোটি প্রণামঃ মোদী

কলকাতায় আসা আমার কাছে ভাবুক করার বিষয়। স্বাধীন ভারতের স্বপ্নকে নতুন দিশা দেন নেতাজি।

05:19 PM (IST) Jan 23

ভাষণ বয়কট মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে উঠতেই জয় শ্রীরাম ধ্বনি। ক্ষুব্ধ মমতা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে উদ্দেশ্য করে জানান, এটা কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান, এটা কোনও রাজনৈতিক জনসভা নয়, আর একজনকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা যায় না, তাই প্রতিবাদ জানিয়ে তিনি ভাষণ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন, জয় হিন্দ বলে আসনে ফিরে যান মমতা। 

04:52 PM (IST) Jan 23

'একলা চলোরে' গাইলেন উষা

'একলা চলোরে' ভিক্টোরিয়ায়  গানে ভাসালেন  উষা উথ্থুপ।

04:44 PM (IST) Jan 23

মোদীর উপস্থিতিতে সঙ্গীত- অনুষ্ঠান শুরু ভিক্টোরিয়ায়

'কদম কদম বাড়ায়ে যা' , 'সুভাষজি' মোদীর উপস্থিতিতে সঙ্গীত অনুষ্ঠান শুরু ভিক্টোরিয়ায়

04:41 PM (IST) Jan 23

ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সরাসরি লাইভ

04:26 PM (IST) Jan 23

ভিক্টোরিয়ায় মমতা-রাজ্যপাল

ভিক্টোরিয়ায় পৌছে গিয়েছেন মমতা-রাজ্যপাল

04:20 PM (IST) Jan 23

ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।

04:20 PM (IST) Jan 23

ভিক্টোরিয়ায় প্রবেশ করলেন মোদী

ভিক্টোরিয়ায় প্রবেশ করলেন প্রধানমন্ত্রী মোদী

04:12 PM (IST) Jan 23

LIVE - জাতীয় গ্রন্থাগারে নরেন্দ্র মোদী


কলকাতার জাতীয় গ্রন্থাগারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির ১২৪তম জন্মদিন উপলক্ষ্যে এখানে একটি আন্তর্জাতিক সম্মেলন এবং একটি শিল্পী শিবিরের আয়োজন করা হয়েছে। সম্মেলনের বিষয় 'একবিংশ শতাব্দীতে ফিরে দেখা নেতাজি সুভাষের উত্তরাধিকার'।

03:58 PM (IST) Jan 23

ন্যাশনাল লাইব্রেরি পৌঁছলেন মোদী

ন্যাশনাল লাইব্রেরি পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী

03:44 PM (IST) Jan 23

২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবিতে মমতা

২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করা হোক, এমনটাই দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

03:38 PM (IST) Jan 23

নেতাজি ভবনে প্রধানমন্ত্রী

এলগিন রোডে নেতাজি ভবন ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী কে স্বাগত জানালেন সুগত বসু

03:03 PM (IST) Jan 23

কলকাতায় নরেন্দ্র মোদী

কলকাতায় পৌঁছলেন নরেন্দ্র মোদী, হেলিকপ্টারে করে পৌঁছবেন রেসকোর্সে, দুপুর ২.৪০ মিনিটে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করে কলকাতা বিমানবন্দরে

01:59 PM (IST) Jan 23

ভারতের রাজধানী হোক কলকাতা

নেতাজির ১২৪তম জন্মদিবস উপলক্ষে রেড রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন কলকাতা কেন ভারতের একটা রাজধানী হবে না? ভারতের উত্তর, পূর্ব, দক্ষিণ ও উত্তর-পূর্বে চারটি রাজধানী থাকা উচিত।

01:10 PM (IST) Jan 23

সুগত বসুকে ফোন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে

মেতাজি পরিবারর সদস্য সুগত বসুকে এদিন সকালে ফোন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে। সুগত বসু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁকে জানানো হয়েছে, নেতাজি ভবনে আসতে আগ্রহী নরেন্দ্র মোদী। সুগত আরও জানিয়েছেন তিনি ও সুমন্ত্র বসু মোদীকে নেতাজি ভবন ঘুরিয়ে দেখাবেন।

01:08 PM (IST) Jan 23

নেতাজি-কে ছাপিয়ে মমতা

বহু বিশিষ্ট মানুষকে সঙ্গে নিয়ে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রায় সুভাষ বসুকে স্মরণ করে গান যেমন বাজছে, তেমনই রাস্তার পাশ থেকে মাঝে মাঝে এই উঠছে 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান। বিবিন্ন এলাকাতেই রাস্তার পাশ থেকে মুখ্যমন্ত্রীকে এভাবেই বরণ করে নিচ্ছেন তাঁর দলের কর্মীরা।

12:31 PM (IST) Jan 23

রেড রোডে নেতাজী মূর্তি পর্যন্ত পদযাত্রা মমতার

রেড রোডে নেতাজী মূর্তি পর্যন্ত পদযাত্রা মমতার

12:19 PM (IST) Jan 23

সাইরেন বাজিয়ে নেতাজির জন্ম মুহূর্ত স্মরণ

সাইরেন বাজিয়ে নেতাজির জন্ম মুহূর্ত স্মরণ, নিজেই শাঁখ বাজালেন মুখ্যমন্ত্রী।

12:16 PM (IST) Jan 23

নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান মমতার

নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান মমতার

12:12 PM (IST) Jan 23

'দয়া ভিক্ষার উপর নির্ভর করেন না নেতাজি'

'দয়া ভিক্ষার উপর নির্ভর করেন না নেতাজি' বলেন মমতা।

12:11 PM (IST) Jan 23

'নেতাজিকে দেশনায়ক বলেন রবীন্দ্রনাথ'

'নেতাজিকে দেশনায়ক বলেন রবীন্দ্রনাথ' পদযাত্রা বেরিয়ে বলেন মমতা।

 

11:51 AM (IST) Jan 23

'একদিন আসি না'

নেতাজি ভবনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নেতাজির পরিবার বাংলার গর্বের পরিবার। তাই এই পরিবারের সঙ্গে বছরের ৩৬৫ দিন তাঁরা যোগাযোগ রাখেন। একদিন আসেন না।

11:48 AM (IST) Jan 23

নেতাজীর জন্মদিনে বিশেষ বার্তা বৈশালীর

'স্বাধীনতা কেউ কাউকে দেয় না, ছিনিয়ে নিতে হয়', ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনে ফেসবুক পোস্টে এমন বার্তা দিলেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বৈশালী ডালমিয়া। 

11:21 AM (IST) Jan 23

বালিতে বিজেপি-তৃণমূল ধুন্ধুমার

শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে বলির বিধায়ক বৈশালী ডালমিয়া-কে। তারপরই বালিতে ধুন্ধুমার। শুক্রবার সেখানে বিজেপির একটি মিটিং ছিল। তাকে কেন্দ্র করে এদিন সকালে বালির এক বিজেপি মণ্ডল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে জিটি রোড অবরোধ করেছিল বিজেপি।

10:43 AM (IST) Jan 23

'পরাক্রম' দিবসে বাংলায টুইট

বাংলায় পা রাখার আগেই বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

08:52 AM (IST) Jan 23

মমতা - ৫ মিনিট, মোদী- ৪০ মিনিট

অনুষ্ঠানের আগে থেকেই শুরু বিতর্ক। প্রধানমন্ত্রীর কার্যালয়. থেকে এদিন নরেন্দর মোদীর যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যচ্ছে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৫ মিনিট, সেখআনে প্রধানমন্ত্রী বলবেন ৪০ মিনিট।

08:49 AM (IST) Jan 23

সাড়ে ৪টেয় ভিক্টোরিয়ায় মোদী

শনিবার বিকাল সাড়ে ৪টেয় ভিক্টোরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর ৫টা ২০-তে মঞ্চে উঠবেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা। প্রথমে বক্তৃতা দেবেন রাজ্যপাল জগদীপ ধনখর। ৬টায় বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর।