মালদহে বিধ্বংসী আগুনে ভস্মীভূত পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি, প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Published : Mar 06, 2022, 12:06 PM ISTUpdated : Mar 06, 2022, 12:19 PM IST
মালদহে বিধ্বংসী আগুনে ভস্মীভূত পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি, প্রায়  ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সংক্ষিপ্ত

 মালদহের হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি।  পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূলের নেতা বুলবুল খান  

মালদহ-তনুজ জৈনঃ - মালদহের (Malda Fire Incident) হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি। জানা গিয়েছে, সিলিন্ডার ফেটে আচমকাই আগুন ধরে যায় রান্না ঘরে। প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। এই মুহূর্তে পরিবারের  ঠাঁই খোলা আকাশের নিচে। পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূলের নেতা বুলবুল খান (TMC Leader)।

মালদহের হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার রাত সাতটা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। ঘটনা স্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর।এই নিয়ে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পিতা সায়েদ আলি ও তার পাঁচ ছেলে হাসেন আলি,হুসেন আলি,এক্রামূল হক,নাজিমূল হক ও বাদল আলি।তবে আগুনে হতাহতের কোনো খবর না থাকলেও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাঁচ ভাইয়ের মোট ২৪ টি বাড়ি,তিনটি গোবাদি পশু,পাঁচটি বাইক। আসবাবপত্র,নগদ টাকা,অলঙ্কার এবং বাড়িতে মজুত রাখা শস্য,জমির দলিল ও ঘরের টিন সহ  প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। ঘটনার খবর পেয়ে ছুটে যান তৃণমূল জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান, সঙ্গে ছিলেন সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। এক মাসের খাদ্য সামগ্রী সহ কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বুলবুল খান।

আরও পড়ুন, 'বাড়ির বাইরে না বেরিয়েই বড়বড় মন্তব্য', লকেটের নাম নিয়েই তোপ দিলীপের

পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় সিলিন্ডার ফেটে আচমকাই আগুন ধরে যায় রান্না ঘরে।এরপরেই চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।একেরপর এক আগুন লেগে যায় আরও ২৩টি বাড়িতে।পাঁচ ভাইয়ের বাড়ি গ্রামের বাইরে ফাঁকা মাঠে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে এলাকার বিশেষ কেউ হাত লাগাতে পারেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।প্রায় চার ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনী।বর্তমানে পরিবার গুলি পলিথিন টাঙিয়ে বাঁধের উপর খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। তবে রাজ্যে এই নিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরার ঘটানা কম নয়। এহেন গ্যাসের সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন বছরে শহর কলকাতাতেই হয়েছে। এদিকে এখন বেশিরভাগ ঘরে গ্যাসের ওভেন। মুহূর্তে অতর্কিতে হয়ে যাচ্ছে সবশেষ। স্বাভাবিকভাবেই এই নিয়ে সচেতনতা বাড়িয়েছে সরকার। তবুও দুর্ঘটনা কমছে না।

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন