Bangla Pakkho: রাজ্যে ভূমিপুত্রদের স্বার্থ সংরক্ষিত করা হোক, দাবি বাংলা পক্ষের

Published : Dec 26, 2021, 09:52 PM IST
Bangla Pakkho: রাজ্যে ভূমিপুত্রদের স্বার্থ সংরক্ষিত করা হোক, দাবি বাংলা পক্ষের

সংক্ষিপ্ত

সমস্ত পরিসংখ্যান বলে বাংলায় কাজ আছে, কিন্তু বাঙালি সহ ভূমিপুত্রদের কাজ নেই।তারই দাবিতে এদিন রাস্তায় নামল বাংলা পক্ষ। 

ফের একবার বাঙালিদের (Bengali) স্বার্থ সুরক্ষার (protection of the interests) দাবি জানাল বাংলা পক্ষ (Bangla Pakkho)। সংগঠনের দাবি বর্তমানে ভারতে প্রতিটা রাজ্যই (State) তাদের রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থ সুরক্ষিত করতে সংরক্ষণের (Reservation) পথে হাঁটছে। কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এমনকি গুজরাটেও ভূমিপুত্র সংরক্ষণের আইন পাশ হয়েছে বা আইন পাশের ঘোষণা হয়েছে। সমস্ত পরিসংখ্যান বলে বাংলায় কাজ আছে, কিন্তু বাঙালি সহ ভূমিপুত্রদের কাজ নেই। তারই দাবিতে এদিন রাস্তায় নামল বাংলা পক্ষ।

বাংলা পক্ষের দাবি বিজেপি সাংসদ জন বার্লা, বিজেপি সাংসদ রাজু বিস্তা, সৌমিত্র খাঁ, বিজেপি বিধায়ক গঙ্গাপ্রসাদ শর্মা সহ একাধিক নেতা বারবার বাংলা ভাগের পক্ষে সওয়াল করেছেন ও ক্রমাগত উস্কানি দিয়েছেন।

 তাই অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও অবিলম্বে ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশের দাবিতে সরব হল এই সংগঠন। ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ যে লড়াই লড়ছে তারই অংশ হিসেবে উত্তর ২৪ পরগণা শিল্পাঞ্চল শাখার উদ্যোগে রবিবার বেলা আড়াইটে নাগাদ পথসভার আয়োজন করা হয়। সোদপুর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের দিকে সংহতি ক্লাবের সামনে থেকে শুরু করে আগরপাড়া ঘোষপাড়া মোড় পর্যন্ত একটি মিছিল ও মিছিল শেষে এই পথসভার আয়োজন করা হয়েছিল। 

এই সভায় বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর শীর্ষ পরিষদের অন্যতম সদস্য অরিন্দম বিশ্বাস, কালাচাঁদ চট্টোপাধ্যায়, মনন মন্ডল সহ বিভিন্ন জেলা সংগঠনের সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এই সভায় বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, "বাংলার সব চাকরিতে বাঙালী সহ ভূমিপুত্রদের অগ্রাধিকার আছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বাংলার কাজে ভূমিপুত্র সংরক্ষণের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শুধু মুখের কথায় কাজ হবে না, বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ না হওয়া পর্যন্ত লড়াই থামাবে না।" 

তিনি আরো বলেন, "অন্যান্য রাজ্যের মত বাংলার সব সরকারি চাকরিতে অবিলম্বে বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।" বাংলা পক্ষর শীর্ষ পরিষদের অন্যতম সদস্য মনন মন্ডল বলেন, "বাংলা ভাগের সমস্ত চক্রান্তের বিরুদ্ধে বাঙালীকে একজোট করে এই চক্রান্ত ব্যর্থ করবে বাংলা পক্ষ।" বাংলা পক্ষ শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ বলেন," উত্তর ২৪ পরগণা শিল্পাঞ্চলের কারখানাগুলোতে ভূমিপুত্র কে কাজে নেওয়া হয় না, বাইরের রাজ্য থেকে কর্মী নিয়ে আসা হয়। তাই ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু না হওয়া পর্যন্ত বাংলা পক্ষ উত্তর ২৪ পরগণা শিল্পাঞ্চল লড়াই চালিয়ে যাবে। আগামীতে আরো বড় কর্মসূচির পরিকল্পনা আছে।"

উল্লেখ্য, এর আগে বাংলা পক্ষ দাবি করে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। যেহেতু বাঙালির কাজ নেই, বাঙালি ভাবে বাংলায় কাজ নেই। এর কারণ বাংলার সকল শিল্পাঞ্চলে পুঁজি, ব্যবসা, টেন্ডার বহিরাগতদের দখলে এবং এই মালিকানা থেকে শুরু করে কর্মচারী, শ্রমিক, ঠিকাদার সবক্ষেত্রে তারা বহিরাগত স্বজাতীয়দের নেয়। বঞ্চিত হয় বাংলা ও বাঙালি।

গত ৪ বছর ধরে বাংলা পক্ষ একাধিকবার বাংলায় কর্মসংস্থানের ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে সরব হয়েছে। বাংলা পক্ষের দাবি এর ফলে ভূমিপুত্র সংরক্ষণ আজ বাংলায় বাঙালি জাতির তথা সকল ভূমিপুত্রর গণদাবিতে রূপান্তরিত হয়েছে। বাংলার সরকারের দায়িত্ব বাংলায় বাঙালি সহ বাংলার সকল মানুষের গণদাবিকে বাংলায় আইনে রূপান্তরিত করা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু