শিশুশ্রমিকদের দুঃখ, কষ্টের গল্প ফুটে উঠবে ইছলাবাদ কিরন সংঘের পুজোতে

  • কলকাতার পাশাপাশি থিম পুজোর কাজের তোড়জোড় জেলাজুড়েও
  • পূর্ব বর্ধমানের ইছলাবাদ কিরন সংঘ দুর্গোৎসব কমিটি-এর পুজো এবছর ৬২ বছরে পর্দাপণ করল
  • অভিনব ভাবনা দিয়ে নিজেদের পুজো প্যান্ডেল সাজাতে চলেছে ইছলাবাদ কিরন সংঘ দুর্গোৎসব কমিটি
  • এবছর তাদের থিম হল 'গণশা-র চোখে মা দূর্গা' 

ইতিমধ্যেই মা দুর্গার আগমন বার্তায় সেজে উঠেছে চারিদিক। শরৎ-এর মেঘ আর কাশফুল, শিউলি ফুলই জানান দিচ্ছে মায়ের আগমনের। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোড়। তাদের মধ্যেই আবারও একটি নতুন ও অভিনব ভাবনা দিয়ে নিজেদের পুজো প্যান্ডেল সাজাতে চলেছে পূর্ব বর্ধমানের ইছলাবাদ কিরন সংঘ দুর্গোৎসব কমিটি। 

এই বছর তাদের পুজো ৬২-তম বর্ষে পা দিল। তাদের এই বছরের ভাবনা হল 'গণশা-র চোখে মা দূর্গা'। মূলত শিশুশ্রম ও শিশুশ্রমিকদের দুঃখ, কষ্ট, মানসিক মনোবেদনা নিয়ে হাজির হবে এই ক্লাব। ১৯৮৬ সালে চাইল্ড লেবার অ্যাক্ট চালু হলেও এদেশের শতকরা ৭০ ভাগ শিশুই শিশুশ্রমের অর্ন্তগত। পথে-ঘাটে, অনেক জায়গাতেই আমাদের চোখে পড়ে শিশু শ্রমিক। দুবেলা দুমুঠো খাবারের আশায় তারা বিভিন্ন পেশা বেছে নেয়। তাই ইছলাবাদ কিরন সংঘ দুর্গোৎসব কমিটি বেছে নিয়েছে এই থিমকে। তাদের আশা এই ছোট্ট প্রচেষ্টা দিয়ে তারা যদি একটুও সচেতনতা জাগিয়ে তুলতে পারেন জনসাধারণের মধ্যে। 

Latest Videos

গত বছর তাদের ভাবনা ছিল বিশ্ব উষ্ণায়ন। তাই নানা রকমের বর্জ্য পর্দাথ দিয়ে সেজে উঠেছিল তাদের মন্ডপ। পুজোর পাশাপাশি বিভিন্ন রকমের সমাজেসবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের ক্লাব। তাই জেলার পুজো পরিক্রমার তালিকাতে আপনি রাখতে পারেন ইছলাবাদ কিরন সংঘ দুর্গোৎসব-এর পুজো। 

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya