জোরালো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, আগামী ৪৮ ঘণ্টা টানা বৃষ্টির সম্ভাবনা

  • আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে পশ্চিমবঙ্গে
  • আবার ২৭ তারিখের পর থেকেই  কেটে যাবে বৃষ্টির প্রকোপ
  • ২৮ এবং ২৯ তারিখ তাপমাত্রা আবার নতুন করে নিম্নমুখী হবে
  • মূলত এই বৃষ্টির কারণ বঙ্গোপসাগরের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা 
     

Ritam Talukder | Published : Dec 26, 2019 11:57 AM IST / Updated: Dec 29 2019, 05:02 PM IST


পশ্চিমবঙ্গের ,পশ্চিমের  জেলাগুলোতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  আজ বৃহস্পতিবার  থেকে কালকে সকালে পর্যন্ত মূলত এই অসময়ের বৃষ্টি পাবে রাজ্য়। ২৭ তারিখের পর থেকেই  কেটে যাবে বৃষ্টির প্রকোপ। ২৮ এবং ২৯ তারিখ এই দুদিন, রাজ্য়ের তাপমাত্রা আবার নতুন করে নিম্নমুখী হবে।  একটু বেশি ঠান্ডা পড়বে বর্ষ বিদায়ের আগে। কিন্তু ৩১ তারিখে মোটামুটি ঠান্ডা থাকবে।

আরও পড়ুন, 'দিদি'কে বলেও মিলল না সুরাহা, পচনধরা পা নিয়ে চার হাসপাতালে চক্কর যুবকের

Latest Videos

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা পশ্চিমবঙ্গে। তারপর থেকে কিন্তু ২৮ তারিখ থেকে আকাশ পরিষ্কার থাকবে । ২৭ তারিখ  আবার পারদ একটু বেশিই  নিম্নমুখী হবে।  মূলত এই বৃষ্টির কারণ হিসেবে বঙ্গোপসাগরের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস থাকবে।

আরও পড়ুন, বিহারি প্রতিবেশী ডাকাত, কলকাতা পুলিশের জালে ৬ জনের গ্য়াং

কলকাতায় আজ সকালে আকাশ আংশিক মেঘলা ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে তা আরও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা  ২৫  ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৯ শতাংশ।  এই মুহূর্তে শহরের তাপমাত্রা  ১৭ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্য়েই পশ্চিমাঞ্চলে, উত্তরবঙ্গেও  সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে।

Share this article
click me!

Latest Videos

আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
১১ বছরে পদার্পণ South 24 Parganas-র রায়বাঘিনী শ্যামা পুজো! উপচে পড়া ভিড় মাকে দেখার জন্য | Kali Puja