গত ১৫ থেকে ১৮ ই ডিসেম্বর নজরুল মঞ্চে বসেছিল শাস্ত্রীয় সংগীতের আসর । এই অনুষ্ঠানে উদযাপন করা হলো আলি আকবর খান সাহেবের শতবর্ষ পূর্তি ।
কলকাতায় অনুষ্ঠিত হল স্বর সম্রাট ফেস্টিভ্যাল | দশ বছরে পদার্পণ করল স্বর সম্রাট ফেস্টিভ্যাল | গত ১৫ থেকে ১৮ ই ডিসেম্বর নজরুল মঞ্চে বসেছিল শাস্ত্রীয় সংগীতের আসর | এই অনুষ্ঠানে উদযাপন করা হল আলি আকবর খান সাহেবের শতবর্ষ পূর্তি | উৎসবের কান্ডারি সরোদ বাদক পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার | এই প্রথম দেশের চারটি শহরে বসছে স্বর সম্রাটের আসর | দিল্লি এবং কলকাতার পর ব্যাঙ্গালোর এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে স্বর সম্রাট ফেস্টিভ্যাল