'আর জি কর আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি' বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
'আর জি কর আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি' বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি আরও জানান 'তৃণমূলের কাজ ধর্ষণকারীকে রক্ষা করা'। এছাড়াও বললেন 'কিম জং উনের থেকেও এগিয়ে মমতা'।