'রাত দখলের' রাতে আর জি করে হামলার আগের মুহূর্ত ভাইরাল। সেখানে এক ব্যক্তিকে 'কোথায় সিপিএম কোথায় বিজেপি' বলে উস্কানি দিতে দেখা যায়।
'রাত দখলের' রাতে আর জি করে হামলার আগের মুহূর্ত ভাইরাল। সেখানে এক ব্যক্তিকে 'কোথায় সিপিএম কোথায় বিজেপি' বলে উস্কানি দিতে দেখা যায়। এর পরই ভেঙে তছনছ করলো আর জি করের একাধিক বিভাগ। ভিডিও করলে ক্যামেরা কেঁড়ে নেওয়ারও চেষ্টা করে ওই ব্যক্তি। এই ব্যক্তি ভিডিও ভাইরাল হতেই কোণঠাসা শাসক দল।