আর জি করের পরিস্থিতির জন্য মিডিয়াকেই দুষেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এদিন বিনীত গোয়েলকে পাল্টা দিলেন অধীর রঞ্জন চৌধুরী।
আর জি করের পরিস্থিতির জন্য মিডিয়াকেই দুষেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এদিন বিনীত গোয়েলকে পাল্টা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানায় 'কামদুনি কেসে প্রমাণ এদিক ওদিক করেছিলেন এই বিনীত গোয়েল, দালালি করা ছাড়া এদের কাজ নেই'। আরও জানান 'মিডিয়া ছিল বলে আসল সত্য সামনে আসছে'।