অর্জুনের মন্তব্যের পাল্টা দিলেন সোমনাথ ও সুবোধ। অর্জুনকে টিকিট না দেওয়ার আর্জি জানালেন। ‘অর্জুন সিং দলে নতুন এসেছে। খুনি বা খুনি পরিবারদের দলে যেন না রাখা হয়।’
অর্জুনের মন্তব্যের পাল্টা দিলেন সোমনাথ ও সুবোধ। অর্জুনকে টিকিট না দেওয়ার আর্জি জানালেন। 'অর্জুন সিং দলে নতুন এসেছে। খুনি বা খুনি পরিবারদের দলে যেন না রাখা হয়। লোকসভা ভোটে অর্জুন সিংকে যেন টিকিট না দেওয়া হয়। অর্জুন সিং-এর বিরুদ্ধে খুনের মামলার চার্জশিট আছে। যারা খুনে অভিযুক্ত তাদের দলে কিভাবে রাখা হচ্ছে।' বিধানসভার বাইরে বিস্ফোরক মন্তব্য সোমনাথ শ্যামের