'দু'ঘণ্টার মধ্যে ওএমআর শিট প্রকাশ করতে বলুন না হলে আপনার পদত্যাগ চাইব' চাকরিহারাদের মাঝে গিয়ে মমতার উদ্দেশ্যে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
'দু'ঘণ্টার মধ্যে ওএমআর শিট প্রকাশ করতে বলুন না হলে আপনার পদত্যাগ চাইব' চাকরিহারাদের মাঝে গিয়ে মমতার উদ্দেশ্যে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মমতাকে তীব্র আক্রমন করে বললেন 'আপনি হচ্ছেন জোচ্চরদের রানি'।