প্রধানমন্ত্রীর কলকাতা সফরের জেরে রাতারাতি খালি করা হয়েছে বাবুঘাট চত্বরও। কলকাতায় এসে এই স্ট্যান্ড রোড ধরেই হাওড়া স্টেশনে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর সূচির রুটের আওতায় পড়ছে বাবুঘাট বাসস্ট্যান্ডও।
প্রধানমন্ত্রীর কলকাতা সফরের জেরে রাতারাতি খালি করা হয়েছে বাবুঘাট চত্বরও। কলকাতায় এসে এই স্ট্যান্ড রোড ধরেই হাওড়া স্টেশনে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর সূচির রুটের আওতায় পড়ছে বাবুঘাট বাসস্ট্যান্ডও। প্রধানমন্ত্রীর শহরে আসার আগেই রাতারাতি এই চত্ত্বর থেকে সরানো হল সমস্ত দূরপাল্লার বাস। গুটি কতক লোকাল রুটের বাস ও ট্যাক্সি ছাড়া বিশেষ কোন যানবাহনের দেখা মিলছে না গোটা এলাকা। অন্যান্যদিন যেখানে এই বাসস্টপে ভোর থেকে রাত পর্যন্ত কমপক্ষে হাজারখানেক বাস ছাড়ে এবং প্রায় সারাদিনই জনসমাগম লেগে থাকে সেখানে আজ সকাল থেকেই কার্যত উধাও বাবুঘাট বাসস্ট্যান্ড। ঘটনায় চরম ভোগান্তিতে যাত্রীরা।