আর জি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে রাজপথে বিজেপি। কলকাতার মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত বিজেপির মিছিল। কলকাতায় গর্জে উঠলেন বিজেপির রেখা পাত্র। 'নবান্ন চলেো'র ডাক দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি রেখার।
আর জি কর কাণ্ডে(RG Kar Case) নির্যাতিতার বিচার চেয়ে রাজপথে বিজেপি(BJP)। কলকাতার মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত বিজেপির মিছিল। কলকাতায় গর্জে উঠলেন বিজেপির রেখা পাত্র(Rekha Patra)। 'নবান্ন চলেো'র ডাক দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি রেখার।