'৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে এবছরের গঙ্গাসাগর মেলা। কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ ৬.৫৩ মিনিটে। এবার পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা। মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস পরিষেবা দেবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে।
'৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে এবছরের গঙ্গাসাগর মেলা। কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ ৬.৫৩ মিনিটে। এবার পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা। মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস পরিষেবা দেবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে। এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া-আসা করা যাবে। ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে'। গঙ্গাসাগর মেলা নিয়ে বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।