সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের দেওয়া হবে ২৫ হাজার টাকা! বিরাট উদ্যোগ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার
বিরাট উদ্যোগ রাজ্য সরকারের। এবার সিভিক ভলেন্টিয়ারদের পরিবারকে দেওয়া হবে ২৫ হাজার টাকা। বলা ভালো সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের দেওয়া হবে ২৫ হাজার টাকা। জানুন বিস্তারিত।
গত দিনগুলিতে বেশ কয়েকবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হওয়ার পর তাতে অন্য মাত্রা যোগ হয়।
কিন্তু অভিযোগ অনুযোগের সুর শোনা যায় এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়াদের গলাতেও। ‘সামান্য’ বেতনে সংসার খরচ, সন্তানদের পড়াশোনা কীভাবে চালাবেন, তা নিয়ে অনেকের কপালেই দেখা যায় চিন্তার ভাঁজ। তবে আজও অনেকে জানেন না, আগেই এই নিয়ে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
যদিও এই নিয়ে রাজ্য পুলিশের এক কর্তা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
তবে সেই বিষয়ে অনেকেই জানেন না। সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য ঠিক কী কী সুবিধা প্রদান করে, তা আজও অনেকের কাছে অজানা!
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে নবান্ন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, কয়েক বছর আগে রাজ্যের তরফ থেকে ‘সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি’ গড়ে তোলা হয়েছে।
এর মাধ্যমে রাজ্য পুলিশের কর্তারা সহায়তার জন্য নানান পদক্ষেপ নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশের পর এই প্রকল্পে আরও গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে খবর।
সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ারদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থাও এর অঙ্গ হিসেবেই করা হয়।
জানা যাচ্ছে, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করার পর ২০০০-৪০০০ টাকার বৃত্তির (Scholarship) সংস্থান রয়েছে। কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রে আবার প্রত্যেক সেমিস্টারের জন্য ৩০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে।
এছাড়া কোনও সিভিক ভলেন্টিয়ার যদি কর্মরত অবস্থায় প্রয়াত হন, তাহলেও এই বৃত্তি পাওয়া যায়। অভিভাবকহীন ছাত্রছাত্রীরা বার্ষিক এককালীন ২৫,০০০ টাকা করে পায়।