কিন্তু অভিযোগ অনুযোগের সুর শোনা যায় এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়াদের গলাতেও। ‘সামান্য’ বেতনে সংসার খরচ, সন্তানদের পড়াশোনা কীভাবে চালাবেন, তা নিয়ে অনেকের কপালেই দেখা যায় চিন্তার ভাঁজ। তবে আজও অনেকে জানেন না, আগেই এই নিয়ে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।