রাজ্যের প্রয়োজনীয় ৮টি বিল আটকে রেখেছেন রাজ্যপাল! সুপ্রিম কোর্টে ছুটল নবান্ন, ফের সংঘাত?

শুক্রবার এই অভিযোগে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করে বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই আর্জি গ্রহণ করেছেন।

Parna Sengupta | Published : Jul 12, 2024 10:59 AM IST

গত মাস খানেক ধরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত চলছে। তৃণমূলের দুই বিধায়কের শপথগ্রহণকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ বাঁধে। তারওপর এই ঘটনা অন্য মাত্রা নেয় নবান্নে বসে রাজভবনে মেয়েদের নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলায়। সেই ঘটনার জেরা রাজভবন বনাম রাজ্যপাল বিরোধ গিয়ে পৌঁছয় হাই কোর্টে। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল। এ বার নবান্ন সুপ্রিম কোর্টে গেল রাজ্যপালের বিরুদ্ধে।

শুক্রবার এই অভিযোগে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করে বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই আর্জি গ্রহণ করেছেন।

Latest Videos

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অভিযোগ, রাজ্যের উন্নতি কল্পে সরকার প্রণীত আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল। আর এ কাজ করে তিনি শুধু সংবিধানের বিধানই ভাঙেছেন না, সুশাসনের ক্ষেত্রে প্রতিকূলতাও তৈরি করছেন।

যে আটটি বিল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে, সেগুলি হল—

১। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল। যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৩ জুন

২। পশ্চিমবঙ্গ পশু এবং মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল। প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৫ জুন

৩।পশ্চিমবঙ্গ বেসরকার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল। যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৪ জুন ৪।পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (দ্বিতীয় সংশোধনী) বিল। যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ১৭ জুন

৫।পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল। যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ২১ জুন

৬।পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল। যা প্রণীত হয়েছিল ২০২২ সালের ২৩ জুন

৭।পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগরোন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল। যা প্রণীত হয়েছিল ২০২৩ সালের ২৮ জুলাই

৮।পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল। যা প্রণীত হয়েছিল ২০২৩ সালের ৪ অগস্ট

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

BJP Live: আর জি করের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
আমার স্বামী নির্যাতিতার বিচারের জন্য সবটাই করেছেন : Tala থানার প্রাক্তন OC'র স্ত্রী | RG Kar Case |
RG Kar Protest Live : শর্ত নিয়েই কালীঘাটে যাচ্ছেন ডাক্তাররা, দেখুন সরাসরি
BJP Live: আর জি কের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
'টালা থানার ওসির বাড়িতে কেন ২০ জন কলকাতা পুলিশ? প্রশ্ন তুললেন Suvendu Adhikari | R G Kar Case