সোমবার থেকে টলিপাড়ায় বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন, কর্মবিরতিতে পরিচালকরা

টলিপাড়ায় ব্যাপক গোলমাল। সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে যাচ্ছেন পরিচালকরা।

টলিপাড়ায় ব্যাপক গোলমাল। সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে যাচ্ছেন পরিচালকরা।

রবিবার, রাতেই বিজ্ঞপ্তি দিয়ে ডিরেক্টর্স গিল্ড এই খবর জানিয়ে দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “অধিকাংশ পরিচালকের আবেগ এবং মতামতকে গুরুত্ব ও মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি একটি সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল অর্থাৎ, ২৯ জুলাই থেকে যতদিন না পর্যন্ত পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়।”

Latest Videos

সূত্রের খবর, রবিবার সকাল থেকেই দফায় দফায় এই বিষয়টি নিয়ে আলোচনায় বসেন ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা। জানা যাচ্ছে, এই প্রসঙ্গে এগিয়ে থাকা কিছু পরিচালকদের সঙ্গে আলোচনা করে স্থির করা হয় যে, কলাকুশলীরা রাহুল মুখোপাধ্যায়কে নির্দিষ্ট ছবির পরিচালক হিসেবে যদি মেনে না নেয় এবং তাঁর সঙ্গে শ্যুটিং করতে রাজি না হলে পরিচালকরা আগামী ২৯ জুলাই থেকে কাজ বন্ধ করতে বাধ্য হবেন।

ইতিমধ্যেই এই বিষয়ে সইও সংগ্রহ করা হয়েছে। সম্মতি জানিয়ে সই করেছেন, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনীক দত্ত, অতনু ঘোষ, দেবালয় ভট্টচার্য এবং পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই।

সবমিলিয়ে, পরিস্থিতি বেশ জটিল। ডিরেক্টর্স গিল্ডের কার্যকরী সমিতি কার্যত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে, তারা কর্মবিরতিতে যাবে। ফলে, সোমবার থেকে টলিপাড়ায় বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন। বলা যেতে পারে, বেশিরভাগ পরিচালক রীতিমতো ক্ষুব্ধ। তাই তাদের দাবি, যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত ফ্লোরে কাজ বন্ধ থাকবে। হবে না কোনও শ্যুটিং। তবে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে অবশ্য সমস্যা নেই কোনও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury