সোমবার থেকে টলিপাড়ায় বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন, কর্মবিরতিতে পরিচালকরা

Published : Jul 29, 2024, 01:47 AM IST
SHOOTING FLOOR

সংক্ষিপ্ত

টলিপাড়ায় ব্যাপক গোলমাল। সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে যাচ্ছেন পরিচালকরা।

টলিপাড়ায় ব্যাপক গোলমাল। সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে যাচ্ছেন পরিচালকরা।

রবিবার, রাতেই বিজ্ঞপ্তি দিয়ে ডিরেক্টর্স গিল্ড এই খবর জানিয়ে দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “অধিকাংশ পরিচালকের আবেগ এবং মতামতকে গুরুত্ব ও মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি একটি সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল অর্থাৎ, ২৯ জুলাই থেকে যতদিন না পর্যন্ত পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়।”

সূত্রের খবর, রবিবার সকাল থেকেই দফায় দফায় এই বিষয়টি নিয়ে আলোচনায় বসেন ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা। জানা যাচ্ছে, এই প্রসঙ্গে এগিয়ে থাকা কিছু পরিচালকদের সঙ্গে আলোচনা করে স্থির করা হয় যে, কলাকুশলীরা রাহুল মুখোপাধ্যায়কে নির্দিষ্ট ছবির পরিচালক হিসেবে যদি মেনে না নেয় এবং তাঁর সঙ্গে শ্যুটিং করতে রাজি না হলে পরিচালকরা আগামী ২৯ জুলাই থেকে কাজ বন্ধ করতে বাধ্য হবেন।

ইতিমধ্যেই এই বিষয়ে সইও সংগ্রহ করা হয়েছে। সম্মতি জানিয়ে সই করেছেন, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনীক দত্ত, অতনু ঘোষ, দেবালয় ভট্টচার্য এবং পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই।

সবমিলিয়ে, পরিস্থিতি বেশ জটিল। ডিরেক্টর্স গিল্ডের কার্যকরী সমিতি কার্যত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে, তারা কর্মবিরতিতে যাবে। ফলে, সোমবার থেকে টলিপাড়ায় বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন। বলা যেতে পারে, বেশিরভাগ পরিচালক রীতিমতো ক্ষুব্ধ। তাই তাদের দাবি, যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত ফ্লোরে কাজ বন্ধ থাকবে। হবে না কোনও শ্যুটিং। তবে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে অবশ্য সমস্যা নেই কোনও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ