'শুধু পুজোটা যাক, এদের সব দুর্নীতি ফাঁস করব' আইপ্যাককে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।
'তৃণমূলের পরামর্শদাতার নামে সরকারি কোটি কোটি টাকা দুর্নীতি করছে','ইতিমধ্যে এক এজেন্সির কাছ থেকে ১৬ কোটি টাকা ব্যাঙ্ক এ্যাকাউন্টে নিয়েছে', 'শুধু পুজোটা যাক, এদের সব দুর্নীতি ফাঁস করব' আইপ্যাককে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।