'তিলোত্তমা সঠিক বিচার না পেলে জনগণ বাকিটা বুজে নেবে' বিজেপির ধর্না মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য তাপস রায়ের।
'তিলোত্তমা সঠিক বিচার না পেলে জনগণ বাকিটা বুজে নেবে' বিজেপির ধর্না মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য তাপস রায়ের। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন আপনি কী গৃহযুদ্ধ চান? তাহলে কিন্তু সবাই প্রস্তুত আছে। এছাড়াও বললেন শেখ হাসিনা যে যে দুর্নীতি করেছে আপনিও সেই সেই দুর্নীতি করে ফেলেছেন।