গত ২৪ শে ডিসেম্বর আইসিসিআর- এ অনুষ্ঠিত হল কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল | সংগীত আয়োজক সুদীপ্ত চন্দের উদ্যোগে শুরু হয় এই উৎসব, পথশিল্পীদের সম্মান জানাতে এই মিউজিক ফেস্টিভ্যাল |
অনুষ্ঠিত হল কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল- সিজন থ্রি। শীতের শহর মাতল সংগীত উৎসবে। গত ২৪ শে ডিসেম্বর আইসিসিআর- এ অনুষ্ঠিত হলো কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল। সংগীত আয়োজক সুদীপ্ত চন্দের উদ্যোগে শুরু হয় এই উৎসব। তার সঙ্গী ছিল প্রবাসী সংগীত শিল্পী সোমা দাস। পথশিল্পীদের সম্মান জানাতে গত অনুষ্ঠিত হচ্ছে এই মিউজিক ফেস্টিভ্যাল। এ বছরও শিল্পী তালিকায় ছিল একাধিক নাম। প্রয়াত শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন থেকে শুরু করে সেতার, গিটার, পঞ্চকবি ও পাশ্চাত্যের গান, এক সংগীত মুখর সন্ধ্যার সাক্ষী থাকলো তিলোত্তমা |