সেভাবে পূর্বাভাস ছিল না। তবে হাওয়া অফিস বলেছিল সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে। বৃষ্টি এল। ভিজল কলকাতা থেকে শহরতলি। শুক্রবার সারা রাত ধরে বৃষ্টিতে তাপমাত্রাও নামল কিছুটা। তবে কেমন যাবে সারাদিন, জেনে নিন।
আগামী দুই থেকে তিন দিনে কেরল সহ ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রবেশ করবে মৌসুমী বায়ু। একথা জানিয়েছে দিল্লির মৌসম ভবন।সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুনের মধ্যে বাংলায় প্রবেশ করবে বর্ষা।
তবে তার আগে বর্ষার স্বাদ দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার পরে অবশ্য আবহাওয়া শুষ্ক থাকলেও শুক্রবার সারারাত বৃষ্টি হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। চলতি সপ্তাহের শেষের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ সহ দমকা ঝোড়ো হাওয়া বয় পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থেকে রাজ্যের প্রায় সর্বত্রই।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী কয়েক দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে অস্বস্তি বজায় থাকবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি দিঘা সহ সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দিন দার্জিলিং, জলপাইগু়ড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।