ভাইরাল অভিও কাণ্ডে গ্রেফতার হল DYFI নেতা কলতান দাশগুপ্ত। এই ইস্যুতে মুখ খুললেন বর্ষীয়ান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
ভাইরাল অভিও কাণ্ডে গ্রেফতার হল DYFI নেতা কলতান দাশগুপ্ত। এই ইস্যুতে মুখ খুললেন বর্ষীয়ান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি প্রশ্ন তুললেন 'কুনাল ঘোষ এই অডিও কার কাছ থেকে পেল না নিজেরা বানাল? সত্যতা কিভাবে যাচাই হল ? ফরেনসিক হয়েছে ? তিনি আরও জানান 'আমরা এর শেষ দেখে ছাড়ব'।