গত ৫৪ বছরে উষ্ণতার রেকর্ড গড়ল ২০২৩। জাঁকিয়ে শীতের বদলে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে আসন্ন সপ্তাহের বুধবার। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের ওপর। তার ফলেই 'উষ্ণ' শীতকাল।
গত ৫৪ বছরে উষ্ণতার রেকর্ড গড়ল ২০২৩। জাঁকিয়ে শীতের বদলে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে আসন্ন সপ্তাহের বুধবার। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের ওপর। তার ফলেই 'উষ্ণ' শীতকাল। আগামি পাঁচ দিনে তাপমাত্রা একেবারেই কমবে না। তবে বঙ্গ থেকে এখনই শীত বিদায় নেয়নি।