'সৃজন নাকি গেট টপকাচ্ছে, হনুমান টপকায়, বাঁদর টপকায়, ওরাও টপকেছে' সৃজনকে খোঁচা মদনের

ডিএ ধর্মঘট নিয়ে বামেদের আন্দোলনকে কটাক্ষ মদন মিত্র-র। এসএফআই আন্দোলন নিয়ে সৃজন ভট্টাচার্যকে খোঁচা মদনের। ‘শুনলাম সৃজন নাকি গেট টপকাচ্ছে। আসলে এটাই ওদের ভবিতব্য।’

ডিএ ধর্মঘট নিয়ে বামেদের আন্দোলনকে কটাক্ষ মদন মিত্র-র। এসএফআই আন্দোলন নিয়ে সৃজন ভট্টাচার্যকে খোঁচা মদনের। 'শুনলাম সৃজন নাকি গেট টপকাচ্ছে। আসলে এটাই ওদের ভবিতব্য। বিধানসভায় ওরা হেঁটে ঢুকতে পারবে না। ওই গেট টপকে, পিছনের গেট দিয়ে লুকিয়েই ঢুকতে হবে। কারণ বিজেপির দালালি করে বিধানসভার গেট খুলে দিয়ে নির্বাচিত হিসেবে ঢোকা যায় না। গেট টপকাতে হয়। হনুমান টপকায়, বাঁদর টপকায়। ওরাও টপকেছে।' বিস্ফোরক মদন মিত্র। 

03:08'এই সরকার আর ১০ মাস, বাংলায় বিজেপি আসছে' বিরাট দাবী শুভেন্দুর | Suvendu Adhikari | BJP | TMC |03:11অগ্নিমিত্রাকে 'বেহায়া-নির্লজ্জ' আখ্যা কুণাল ঘোষের, পাল্টা হাইকোর্টের দ্বারস্থ অগ্নিমিত্রা পাল02:52মাদ্রাসা নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে একহাত নিলেন নওশাদ সিদ্দিকী, দেখুন পাল্টা কী বললেন তিনি05:26"ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না" তৃণমূলকে কেন এমন বললেন শুভেন্দু03:40"যে ধরবে মমতার হাত সে খাবে জেলের ভাত" চরম কটাক্ষ সৌম্য আইচ রায়ের | Soumya Aich on Mamata03:40Soumya Aich Roy : "যে ধরবে মমতার হাত সে খাবে জেলের ভাত" চরম কটাক্ষ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের03:39Narkeldanga Fire : নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ৩০টি বাড়ি10:52ম্যাডাম বাজেটে বাংলা বঞ্চিত কেন? নির্মলা সীতারমনের সামনে গর্জে উঠলেন অভিষেক06:41পায়ে কড়া এবং শিকল বেঁধে ভারতীয়দের ফিরত আমেরিকার, প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের05:19মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়, দেখুন কী বলছেন
Read more