মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আর কোনও ছুটি নয়, মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি হল নয়া নিয়ম

সংক্ষিপ্ত

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ছুটি নিয়ন্ত্রণ করা হয়েছে। শুধুমাত্র সন্তানের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ছুটি মঞ্জুর হবে, তবে অসুস্থতা বা দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে কী হবে তা স্পষ্ট নয়।

মাধ্যমিক চলাকালীন আর কোনও ছুটি নয়। মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি হল নয়া নিয়ম। আর এক মাস বাকি। তারপরই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এই সময় মধ্যশিক্ষা পর্ষদ একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে।

পর্ষদের নির্দেশ অনুসারে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীরা সহজে ছুটি পাবেন না। বিশেষ কিছু শর্ত পূরণ হলে তবেই ছুটি পাহেন। পর্ষদ জানিয়েছেষ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষাকর্নীদের উপযুক্ত কারণ ছাড়া ছুটি দেওয়া হবে না।

Latest Videos

সন্তান যদি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হন, তবেই ছুটির আবেদন করতে পারবেন। এর জন্য সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড সহ প্রমাণপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে বাবা-মা দুজনে শিক্ষক বা শিক্ষাকর্মী হন. তবে এক জনেরই ছুটি মঞ্জুর হবে। ছুটির আবেদন পরীক্ষার তিন সপ্তাহ আগে করতে হহে।

সন্তানের মাধ্যমিক পরীক্ষার সময় ছুটিতে থাকা শিক্ষককে পরীক্ষার প্রশ্নপত্র খোলা বা বিতরণের দায়িত্ব দেওয়া হবে না। বঙ্গীয় শিক্ষক বা শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই নির্দেশিকার বিষয় মন্তব্য করেন। তিনি বলেন, সন্তান প্রতিপালনের ছটির কথা উল্লেখ থাকলেও অসুস্থতা বা দুর্ঘনার মতো জরুরি পরিস্থিতিতে কী হবে তা স্পষ্ট নয়। এছাড়া, এই নির্দেশিকা ব্যবহার করে কিছু প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা দমনমূলক আচরণ করতে পারেন।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি ইতিহাস। ১৮ ফেব্রুয়ারি ভূগোল। ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান। ২০ ফেব্রুয়ারি পদার্থ বিজ্ঞান। ২২ ফেব্রুয়ারি গণিত, ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় পরীক্ষা হবে।

এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি হল নয়া নিয়ম। মাধ্যমিক পরীক্ষার এক মাস আগে প্রকাশ্যে এল নয়া নিয়ম। এবার নয়া নিয়ম মানতে হবে শিক্ষকদের।  এই বছর থেকেই শিক্ষকদের মানতে হবে মধ্যশিক্ষা পর্ষদের এই নয়া নিয়ম। 

Share this article
click me!

Latest Videos

'বিরোধীরা এখনও পাকিস্তানের দোষ দেখতে পারছে না', গর্জে উঠলেন Sehzad Poonawalla
বিলাবল ভুট্টোর মুখে ঝামা ঘষে দিলেন জিডি বক্সী | GD Bakshi on Bilawal Bhutto | Kashmir Attack News