শিশু দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্মার্ট ফোন বা ট্যাব প্রদান করলেন মুখ্যমন্ত্রী।
শিশু দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্মার্ট ফোন বা ট্যাব প্রদান করলেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই বিজেপি নেতাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় থেকে দিল্লিকে বলছে টাকা না দিতে, আমার বয়েই গেছে দিল্লির টাকা নিতে। দিল্লিকে মনে রাখতে হবে, আমাদের আত্মসম্মান সবথেকে বড় সম্পদ । আমাদের আত্মসম্মান কেড়ে নিতে দেব না। কখনও লোভ করতে যেও না। লোভ সম্বরণ করলে কোনও বিপদ হবে না।'