প্রত্যেকবারের মত এবারও স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালার অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এই দিনের অনুষ্ঠানে মমতা যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে মুখ খোলেন।
প্রত্যেকবারের মত এবারও স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালার অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এই দিনের অনুষ্ঠানে মমতা যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে মুখ খোলেন। মমতা বলেন, 'যাদবপুরে যেভাবে এই যে ছেলেটিকে স্বপ্নদীপ অনেক স্বপ্ন নিয়ে তাঁর বগুলার মা বাবা অনেক স্বপ্ন নিয়ে পানকরণ করেছিল। আমাকে বলেছিল আমি ফোন করেছিলেন, ছেলেটি খুব কাঁদছিল। কিন্তু তখনও ভাবতে পারেনি ওভাবে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেবে।' তিনি বলেন যারা অত্যাচার করেছিল তারা মার্ক্সবাদী। এখনও বড়বড় কথা। এখনও বিজেপির সঙ্গে ঘর করছে। কখনও কংগ্রেসের সঙ্গে ঘর করছিল। তিনি আরও বলেন, ছেলেটি একটি মাদুলি পরেছিল। সেই কারণে স্বপ্নদীপের ওপর অত্যাচার করেছিল। মাদুলি খুলতে বলেছিল। তিনি আরও বলেন, সেই সময় মার্ক্সবাদীরা বলেছিল এটা রেডপোল। তিনি আরও বলেন, যাদবপুরে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। যাদবপুরে এখনও আগমার্কা সিপিএম রয়েছে।