আবার পুরনো মেজাজে মোহাম্মদ সেলিম। তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ
রবিবার সন্ধ্যায় পায়রাডাঙ্গায় ভোট প্রচারে এসে এমনই বললেন মহঃ সেলিম। আগামী 10 তারিখ রানাঘাট দক্ষিণ বিধান সভা কেন্দ্রের উপ নির্বাচন আর সেই উপ নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে রবিবার ভোট প্রচারে আসেন CPI(M) এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম