Weather Update: খেল দেখাবে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত! দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সোমবার সারাদিন মোটামুটি রোদের মুখ দেখেছে দক্ষিণবঙ্গ। বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত হলেও, তা ছিল সামান্য। তবে ভোল বদলে যাবে মঙ্গলবার থেকে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বিকেল থেকেই পালটে যাবে আবহাওয়া।

Parna Sengupta | Published : Aug 12, 2024 11:33 PM
110

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ৭টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

210

বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে জেনে নিন আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? গত সপ্তাহ থেকেই ‘খেল’ দেখাতে শুরু করেছে বৃষ্টি। সপ্তাহান্তেও বিক্ষিপ্তভাবে ভিজেছে দক্ষিণবঙ্গের বহু জেলা।

310

তবে সোমবারের ছবিটা ছিল আলাদা। অনেকদিন পরে রোদের মুখ দেখেছিল বঙ্গ। তবে ভোল বদলে যাবে মঙ্গলবার থেকে। এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

410

দক্ষিণের ৭টি রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গল থেকে জারি থাকবে একই সতর্কতা। বুধবারেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

510

আজ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতেই বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে।

610

মঙ্গলবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রত্যেকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

710

বুধবারও বজায় থাকবে বৃষ্টির সিলসিলা। সেদিন ভিজতে পারে হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার হুগলি, দুই বর্ধমান, নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

810

আগামী ১৮ তারিখ অবধি দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

910

অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী ৭ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস না থাকলেও বুধবার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস।

1010

ভিজবে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos