আজও চলবে কালবৈশাখীর তান্ডব? দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কেন জারি সতর্কতা

আয় বৃষ্টি ঝেঁপে, মানুষের সেই কাতর ডাকে সাড়া দিয়েছে বৃষ্টি। গত দুদিন ধরে বিক্ষিপ্ত ভাবে হলেও ভালোই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার প্রায় সারাদিন ধরেই মুখভার ছিল আকাশের। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দোসর ছিল হাওয়ার তেজ।

Parna Sengupta | Published : May 9, 2024 6:59 PM IST
16

পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের তোলপাড়। ওদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে।

26

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে।

36

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা- সহ সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সাথে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। বাড়বে ঝড়-বৃষ্টির দাপট।

46

আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত পরিষ্কার আকাশ দেখার সম্ভাবনা নেই। শনিবার কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গে। প্রায় সমস্ত জেলাতেই সেই আশঙ্কা রয়েছে। দুই দিনাজপুরে ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

56

শনিবার ঝড়-বৃষ্টি চলবে গোটা রাজ্যেই। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। উপরন্তু আরও নামতে পারে পারদ। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তারপর থেকে বাড়বে তাপমাত্রা।

66

হাওয়া অফিস জানিয়েছিল চলতি সপ্তাহেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। আর জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে দক্ষিণবঙ্গে মেঘের সঞ্চার হবে এবং তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos