রাজ্যের ৭ লক্ষ সরকারি কর্মীকে তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত করছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কী করে রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের মানুষের স্বার্থে নবান্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেন, একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে অভিযোগ জানান হলেও রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে না। তিনি আরও বলেন, রাজ্যের জনগণকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। কেন্দ্রীয় প্রকল্পের সুযোগসুবিধে রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না। রাজ্যের ৭ লক্ষ সরকারি কর্মীকে তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত করছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কী করে রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।