'নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে সেটা মমতা ব্যানার্জি', 'আর আপনাকে দেখে সুজিত লেকটাউনে নিকাশি বন্ধ করে প্লট তৈরি করে কোটি কোটি তাকায় বেচেছে', 'তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না' মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
হকার উচ্ছেদ নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান 'আপনি কালীঘাটে সরকারি জমি জবর দখল করে মিটিং হল তৈরি করেছেন', 'নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে সেটা মমতা ব্যানার্জি', 'আর আপনাকে দেখে সুজিত লেকটাউনে নিকাশি বন্ধ করে প্লট তৈরি করে কোটি কোটি তাকায় বেচেছে', 'তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না'।