‘আরামবাগের জনসভায় মিথ্যাচার করেছেন মুখ্যমন্ত্রী। আপনি স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন। ৫০০০ গ্রুপ ডি প্রার্থীদের আপনি চাকরি এখনও দেননি। চাকরি তো ভাষণ দিয়ে হয় না।’
'আরামবাগের জনসভায় মিথ্যাচার করেছেন মুখ্যমন্ত্রী। আপনি স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন। ৫০০০ গ্রুপ ডি প্রার্থীদের আপনি চাকরি এখনও দেননি। চাকরি তো ভাষণ দিয়ে হয় না। কোথাও আপনি ৫ লক্ষ চাকরির ব্যবস্থা করেছেন? বাজেটে ৫ লক্ষ চাকরির বেতনের টাকা উল্লেখ করতে হয়। আপনি যুবক-যুবতীদের সঙ্গে ধাপ্পাবাজি করছেন।' বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শুভেন্দু অধিকারী