রাজ্য নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাটনায় বিরোধী রাজনৈতিক দলের বৈঠকের কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী । বলেন রাজনৈতিক দলগুলের পরিবার নিয়ে গেট টুগেদার ।
পাটনায় বিরোধী রাজনৈতিক দলের বৈঠকের সমালোচনা শুভেন্দু অধিকারীর |কড়া সমালোচনা করেন বিরোধীদের, বলেন রাজনৈতিক দলগুলের পরিবার নিয়ে গেট টুগেদার | এর আগেও মমতা এই চেষ্টা করেছিলেন বলে দাবি শুভেন্দুর | কিন্তু মমতা তাতে সফল হননি বলেও কটাক্ষ করে শুভেন্দু | তিনি লালু, নীতিশ, মুলায়ম, শারদ পাওয়ারের তীব্র সমালোচনা করেন, বলেন মমতার পরিবারকে চুরি করার সুযোগ করে দিতে চাইলে তৃণমূলকে ভোট দিন | আর দেশ বাঁচাতে চাইলে মোদীজিকে ভোট দিন |