জাঁকজমকের সঙ্গে প্রকাশিত হল FFACE ক্যালেন্ডার ২০২৩ । কলকাতার এক পাঁচ তারা হোটেলে বসেছিল এই অনুষ্ঠান, ওই ক্যালেন্ডারের কভার ফেস হয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ।
প্রকাশিত হল FFACE ক্যালেন্ডার ২০২৩ | জাঁকজমকের সঙ্গে প্রকাশিত হল এই ক্যালেন্ডারের নবম এডিশন | কলকাতার এক পাঁচ তারা হোটেলে বসেছিল এই অনুষ্ঠান | ওই ক্যালেন্ডারের কভার ফেস হয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় | ১৫০ জনেরও বেশি কন্টেস্ট্যান্ট অংশগ্রহন করেছিল এই অনুষ্ঠানে | অতিমারির ফলে গত দু-বছর অনলাইন ইভেন্ট হয়েছিল | এই অনুষ্ঠান উপস্থিত ছিল বাংলার টেলি তারকারা |