ঘন ঘন পড়বে বাজ! তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ বিকেল থেকে কী হতে চলেছে?

আজ সারাদিন রোদের দেখা মিললেও, হাওয়া ঘুরে যেতে পারে বিকেল থেকে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ভিজবে কলকাতাও।

Parna Sengupta | Published : May 23, 2024 10:01 AM IST

18

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বা মাঝরী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে।

28

শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে অধিক বৃষ্টির সম্ভাবনা। এরপর শনিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের জেলায়।

38

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। এদিকে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। বিশেষত উপকূলের জেলা গুলিতে।

48

শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। কাল থেকেই উত্তাল থাকবে সমুদ্র।

58

আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ শক্তি বৃদ্ধি নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে ফের ঝড়-বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে।

68

আজ ও কাল হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

78

আজ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এই তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে।

88

বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

Share this Photo Gallery

Latest Videos

click me!

Latest Videos

Recommended Photos