সিবিআই চলে যেতেই ধর্না মঞ্চে মদনের হুঙ্কার। পুরসভায় অবৈধ নিয়োগ মামলায় মদন মিত্রের বাড়িতে সিবিআই। এদিন মদন মিত্রের মুখে টেনশনের লেশমাত্র ছিলনা। ‘বিজেপি ভয় পেয়েছে বলেই সিবিআই তল্লাশি। অভিষেক একবার বলুক, কাঁথির মাটিতে তোদের বুঝে নেব।’
সিবিআই চলে যেতেই ধর্না মঞ্চে মদনের হুঙ্কার। পুরসভায় অবৈধ নিয়োগ মামলায় মদন মিত্রের বাড়িতে সিবিআই। এদিন মদন মিত্রের মুখে টেনশনের লেশমাত্র ছিলনা। 'বিজেপি ভয় পেয়েছে বলেই সিবিআই তল্লাশি। অভিষেক একবার বলুক, কাঁথির মাটিতে তোদের বুঝে নেব। বিজেপির নেতাদের গুড় বিক্রি করার জায়গায় পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। সিবিআই-ইডি জানে ধর্নায় বসে আছে অভিষেক। দিল্লিতে বিজেপি অভিষেককে ভয় পেয়েছে।'