২০২৪-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রের মসনদে বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটই জিতবে বলে আশাবাদী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । লক্ষ লক্ষ সমর্থকদের ভিড়ে ঝমঝমে বৃষ্টির মধ্যে জোরালো গলায় ব্যক্তব্য রাখলেন তিনি ।
টার্গেট ২০২৪-এর লোকসভা ভোট, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপি সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানকে চূড়ান্ত কটাক্ষ করেন তিনি । ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ সেরার সেরা হয়েছে দাবি করেন তৃণমূল নেত্রী । এই সাফল্য এসেছে বলেই হিংসা করে প্রাপ্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মোদী সরকার জানান তিনি ।