একুশের মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েতে জয়ের জন্য জনতাকে ধন্যবাদ অভিষেকের । তৃণমূল বিশুদ্ধ লোহা যত হাতুড়ি মারবে তত শক্ত হবে বলে হুঙ্কার দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ।
একুশের মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েতে জয়ের জন্য জনতাকে ধন্যবাদ অভিষেকের । পাশাপাশি ২৪-এর জয় নিয়েও আত্মবিশ্বাসী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড । তিনি বললেন, 'আগামী ২৪-এ জিতছে কে? ইন্ডিয়া আবার কে।' পাশাপাশি গান্ধী জয়ন্তীতে দিল্লি চলো-এর ডাকও দিলেন তিনি । এছাড়াও আগামী ৫ অগাস্ট সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন অভিষেক।