'কেন্দ্র কেন উত্তর-পূর্ব ভারতকে অবহেলা করেছে? গুয়াহাটি থেকে মেঘালয়কে শাসন করা যাবে না। মেঘালয়ের মানুষই মেঘালয়কে শাসন করবে, বহিরাগতরা নয়। ভোট আসলে টাকা ছড়ায় বিজেপি, টাকা নেবেন না। ভাল নেতৃত্ব পেতে, ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ।
'কেন্দ্র কেন উত্তর-পূর্ব ভারতকে অবহেলা করেছে? গুয়াহাটি থেকে মেঘালয়কে শাসন করা যাবে না। মেঘালয়ের মানুষই মেঘালয়কে শাসন করবে, বহিরাগতরা নয়। ভোট আসলে টাকা ছড়ায় বিজেপি, টাকা নেবেন না। ভাল নেতৃত্ব পেতে, ভোট দিন তৃণমূল কংগ্রেসকে । তৃণমূল সারা দেশের, কোনও রাজ্যের নয়। তৃণমূল মেঘালয়ে জিতলে শ্রমিক উন্নয়ন তহবিল গড়বে।' মেঘালয়ে জানালেন মমতা