বাংলায় চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, মমতাকে ঠুকে মোদীর ঢালাও প্রশংসা রাজ্য বিজেপি সভাপতির

Published : Dec 22, 2022, 06:37 PM IST
Modi Mamata

সংক্ষিপ্ত

মনে করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে ৩০ ডিসেম্বরেই হাওড়া থেকে চালু হয়ে যাবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই ট্রেনটি চালানোর যাবতীয় পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছে রেলের তরফে।

সত্যি হতে চলেছে দীর্ঘদিনের স্বপ্ন। নতুন বছরের ঠিক আগে সুখবর দিতে চলেছে পূর্ব রেল। এবার হাওড়া থেকেই বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছে যাবে নিউ জলপাইগুড়িতে। দেশে ইতিমধ্যেই ষষ্ঠ বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। পূর্ব রেল কবে থেকে এই ট্রেন চালাবে তার দিকে লক্ষ্য ছিল এরাজ্যের বাসিন্দাদের। বেশ কয়েকমাস আগে থেকেই জল্পনা ছিল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে চলেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। তবে রেলের তরফে তখন তা জল্পনা বলে উড়িয়ে দেওয়া হলেও সেই ট্রেনের চাকা গড়াতে চলেছে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের ঢালাও প্রশংসা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন টুইট করে তিনি বলেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মানুষদের জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালু করছেন। তাঁকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকার প্রতিটি বিষয়েই রাজ্যের মানুষকে বঞ্চিত করে এসেছে। সেই না পাওয়া ভুলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী ২০২২ সালের ৩০শে ডিসেম্বর এই ট্রেনের পতাকা উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এপ্রসঙ্গে জানান, "পূর্ব রেল ট্রেনটি চালানোর জন্য তৈরি রয়েছে। প্রধানমন্ত্রী সময় দিতে পারলে ৩০ ডিসেম্বরেই হাওড়া থেকে চালু হবে হাওড়া-NJP বন্দে ভারত এক্সপ্রেস।" তাই মনে করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে ৩০ ডিসেম্বরেই হাওড়া থেকে চালু হয়ে যাবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই ট্রেনটি চালানোর যাবতীয় পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছে রেলের তরফে। তবে এখনও PMO-র তরফে এবিষয়ে কোনও আপডেট দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

বন্দে ভারতের NJP পৌঁছতে সময় লাগতে পারে ঘণ্টা চারেক। সেক্ষেত্রে এটি রাতে পৌঁছতে পারে NJP ও পরের দিন সকালে হাওড়া ফিরতে পারে বলে সূত্রের দাবি। রেলসূত্রে খবর শতাব্দী এক্সপ্রেস যেকটি স্টেশনে দাঁড়ায়, সেই সব স্টেশনগুলিতে নাও দাঁড়াতে পারে বন্দে ভারত।

বর্তমানে মোট ৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে দেশজুড়ে। এই আর্থিক বছরেই ২৭টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরির টার্গেট নিয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)। তার একটি অবশ্যই আসবে হাওড়া-NJP রুটে। তবে রেলমন্ত্রকের আশ্বাস অনুযায়ী হাওড়া-রাঁচি, হাওড়া-ঝাড়সুগুদা, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-পাটনা রুটেও পরবর্তীতে চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস। তবে প্রাথমিক ভাবে ট্রেনটি চালু হবে হাওড়া-NJP রুটেই। উল্লেখ্য, প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ১৫ই ফেব্রুয়ারী, ২০১৯-এ নতুন দিল্লি-কানপুর-এলাহাবাদ-বারাণসী রুটে ছেড়েছিল। ট্রেনটিতে স্বয়ংক্রিয় দরজা ,ফায়ার সেন্সর, সিসিটিভি ক্যামেরা, অন-বোর্ড ওয়াই-ফাই সুবিধা, ৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং জিপিএস সুবিধা থাকবে। এটি অন্যান্য ট্রেনের চেয়ে হালকা হবে।

PREV
click me!

Recommended Stories

'স্বামীজি হলেন আসল যুবরাজ অন্য কেউ নয়' সিমলা স্ট্রিট থেকে বার্তা শুভেন্দুর
Suvendu Adhikari: মমতার আইনত শাস্তির দাবিতে যাদবপুরে শুভেন্দু অধিকারীর গর্জন